টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের দল ঘোষণা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১৯ মে ২৫
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ড সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যেখানে দলে জায়গা পাননি হার্দিক পান্ডিয়া, ভুবেনশ্বর কুমার, পৃথ্বী শ ও কুলদীপ যাদবরা। এদিকে দলে ফিরেছেন পেসার মোহাম্মদ শামি।
২০ সদস্যের দলে ওপেনার হিসেবে অভিজ্ঞ রোহিত শর্মার সঙ্গে রয়েছেন শুভমান গিল ও মায়াঙ্ক আগারওয়াল। এদিকে লোকেশ রাহুলকে দলে রাখা হলেও তাঁর ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। কারণ আইপিএল চলাকালীন পেটের তীব্র ব্যথার কারণে অস্ত্রপচার করাতে হয়েছে তাঁকে। খেলার মতো ফিটনেস ফিরে পেলেই কেবল ইংল্যান্ডে যেতে পারবেন তিনি।
রাহুলের মতো একই সমস্যা আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার। আইপিএল স্থগিতের আগে করোনা আক্রান্ত হয়েছে তিনি। করোনা নেগেটিভ হলে এবং খেলার মতো ফিটনেস থাকলেই দলের সঙ্গে যেতে পারবেন তিনি। সাহা ও রাহুল ছাড়াও উইকেটরক্ষক হিসেবে রয়েছেন ঋষভ পান্ত।

স্পিন বিভাগে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে রয়েছেন ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেলরা। ইনজুরির কাটিয়ে দলে ফিরেছেন আরেক স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়া সিরিজের পর জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি তাঁকে। এদিকে পেস ইউনিটে ফিরেছেন শামি।
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন ইনজুরি নিয়ে দেশে ফিরেছিলেন শামি। ফলে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে খেলতে দেখা যায়নি তাঁকে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ দিকে ছুটি নেয়া জসপ্রিত বুমরাহও রয়েছেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে।
এই দুইজন ছাড়াও পেস ইউনিটে রয়েছেন তরুণ মোহাম্মদ সিরাজ, অভিজ্ঞ ইশান্ত শর্মা ও উমেশ যাদব। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে শার্দুল ঠাকুর জায়গা পেলেও স্কোয়াডে নেই হার্দিক। এদিকে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে রয়েছেন অভিমন্যু এসওয়ারান, প্রসিদ্ধ কৃষ্ণ, অভেস খান এবং আরজান নাগওয়াসলা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ১৮-২২ জুন ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বিরাট কোহলির দল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু ৪ আগস্ট থেকে। যা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
এদিকে বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় মাঝ পথে স্থগিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। যে কারণে নির্ধারিত সময়ের পূর্বেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল।
ভারতের স্কোয়াড: রোহিত শর্মা, শুভমান গিল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, ঋষভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লোকেশ রাহুল এবং ঋদ্ধিমান সাহা।
স্ট্যান্ডবাই: অভিমন্যু এসওয়ারান, প্রসিদ্ধ কৃষ্ণ, অভেস খান এবং আরজান নাগওয়াসলা।