ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে ফেলাই ভালো: কামিন্স

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে খেলতে ভারতে ফিরছেন কামিন্স-হেড
১৩ মে ২৫
এ বছরের নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু দেশটিতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। ফলে সংক্ষিপ্ত ফরম্যাটের এই বৈশ্বিক টুর্নামেন্টটি ভারতে অনুষ্ঠিত হবার ক্ষেত্রে শঙ্কা তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সও মনে করছেন, নিরাপদ না হলে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে ফেলাই ভালো।
করোনা পরিস্থিতির মধ্যেই চলছিল আইপিএলের ১৪তম আসর। এর মধ্যেই অনুষ্ঠিত হয়েছিল ২৮টি ম্যাচ। কিন্তু কঠোর জৈব সুরক্ষা বলয় ভেঙ্গে এতে হানা দেয় কারোনা। আক্রান্ত হন বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার ও কর্মকর্তারা। ফলে মাঝপথেই তা স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা।

ফলে শঙ্কা জেগেছে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের। যদিও এখনো ৬ মাস বাকি রয়েছে। এ কারনেই কামিন্স মনে করছেন, যদি ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সুরক্ষিত না হয় এটিকে অন্যত্র সরিয়ে নেয়ায় ভালো। তবে এ ক্ষেত্রে ভারত সরকারেরে সঙ্গে আইসিসির আলোচনার পরামর্শ দেন তিনি।
কামিন্স বলেন, 'যদি এটি খেলোয়াড়দের জন্য সুরক্ষিত না হয় বা এটি নিরাপদ না হয়, তবে আমি এটিকে এখানে (ভারতে) চালানো ঠিক মনে করি না। এটিই প্রথম প্রশ্ন যার উত্তর দেওয়া দরকার। এটা সম্ভবত খুব তাড়াতাড়ি বলা হবে। এখনো ছয় মাস রয়েছে। ভারতীয় জনগণের পক্ষে সেরা কি তা দেখার জন্য ক্রিকেট কর্তৃপক্ষের ভারত সরকার নিয়ে কাজ করা উচিত।'
করোনার কারণে আইপিএলের ১৩তম আসর অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু এবার তা ভারতেই আয়োজনের সিদ্ধান্ত নেন আয়োজকরা। আইপিএলের বাকি অংশ আয়োজনের ক্ষেত্রে তাই আরব আমিরাতেই উপযুক্ত মনে করছেন কামিন্স।
তিনি বলেন, 'সংযুক্ত আরব আমিরাতের আইপিএল গত বছর সফল ছিল, এটি সত্যিই ভালভাবে পরিচালিত হয়েছিল, কিন্তু কয়েক মিলিয়ন লোক বলছিল এটি ভারতে খেলা উচিত ছিল, তাই আপনি কী করবেন? আপনাকে উভয় পক্ষেই দেখতে হবে। তারা সর্বোত্তম পরামর্শ নিয়েই এই টুর্নামেন্টটি চালু করেছিল। '