এবার করোনা আক্রান্ত কলকাতার আরও এক ক্রিকেটার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১৬ রানে ৭ উইকেট হারিয়ে হারল কোহলিরা
১ ঘন্টা আগে
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্ট। তার কিউরা সতীর্থরা মালদ্বীপে কোয়ারেন্টাইন পালন করতে গেলেও তিনি ভারতেই বর্তমানে আইসোলেশনে রয়েছেন।
কলকাতার দুই ক্রিকেটার সর্বপ্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এরপর আক্রান্ত হন আরো বেশ কয়েকজন ক্রিকেটার। ফলে মাঝপথেই স্থগিত হয়ে যায় আইপিএলের এবারের আসর। বিদেশী ক্রিকেটাররাও ফিরতে শুরু করেছেন দেশে।

দেশে ফেরার আগেই বাধ্যতামূলক করোনা পরীক্ষায় সেইফার্টের দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ক্রিকেট প্রধান ডেভিড হোয়াইট।
বেঙ্গালুরুতে বেথেলের বদলি সেইফার্ট
২২ মে ২৫
তিনি বলেন, 'এটি টিমের জন্য সত্যিই খুব দুর্ভাগ্যজনক এবং আমরা আমরা তার জন্য সব রকম সাহায্য করব। আশা করি সে পরীক্ষায় নেগেটিভ ফলাফল পেতে সক্ষম হবে এবং পুনরায় সুস্থ হওয়ার সাথে সাথে সে দেশে ফেরার জন্য অনুমোদিত হবেন।'
সেইফার্ট বর্তমানে চেন্নাইয়ের একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। যেখানে চেন্নাইয়ের ব্যাটিং ডেভিড হাসিকেও রাখা হয়েছে। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার গত মঙ্গলবার আইপিএল স্থগিতের দিন করোনা আক্রান্ত হয়েছিলেন।
আর বাকি কিউই ক্রিকেটার কেন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার এবং কাইল জেমিসনের ইংল্যান্ডে যাবা??? কথা থাকলেও তারা মালদ্বীপে কোয়ারেন্টাইন পালন করবেন। তারপর ইংল্যান্ডে যাবার বন্দোবস্ত হলে দেশটিতে উড়াল দেবে কিউই ক্রিকেটাররা।