promotional_ad

মালদ্বীপে মারামারি বাঁধিয়েছেন ওয়ার্নার-স্ল্যাটার!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার থাবায় হুট করেই স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফলে বিপাকে পড়তে হয় অংশ নেয়া বিদেশি ক্রিকেটারদের। বিশেষ করে বাড়তি ঝামেলা পোহাতে হয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটার, কোচিং স্টাফ এবং ধারাভাষ্যকারদের। 


কারণ ভারত থেকে আসা যে কারও করোনা ঝুঁকি থাকতে পারে, সেই শঙ্কায় অস্ট্রেলিয়া সরকার দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে অনেক আগেই। এমতাবস্থায় দেশে ফেরার সুযোগ না থাকায় ভিন্ন উপায় খুঁজে বের করতে হয় তাদের।সে সময় তারা সিদ্ধান্ত নেন, ভারত থেকে আপাতত মালদ্বীপে আশ্রয় নেবেন।


promotional_ad

সেই হিসেবেই প্রায় ৪০ জন অস্ট্রেলিয়ান ভারত ছেড়েছেন। দেশটির সাবেক ওপেনার ও বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার মাইকেল স্ল্যাটার আইপিএল থেকে আগেই চলে গিয়েছিলেন দ্বীপ রাষ্ট্রটিতে। এরপর একে একে সেখানে গিয়েছেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, রিকি পন্টিং, সায়মন ক্যাটিচরা।


মালদ্বীপে গিয়ে অবশ্য ঘটেছে আরেক বিপত্তি। সেখানে নাকি মারামারি করেছেন ওয়ার্নার আর স্ল্যাটার। শনিবার অস্ট্রেলিয়ার 'দ্য ডেইলি টেলিগ্রাফ'-এর এক প্রতিবেদনে এসেছে, মালদ্বীপে তাজ কোরাল রিসোর্টে ওঠা অস্ট্রেলিয়ার এই দুই ক্রিকেট তারকা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।


ওয়ার্নার আর স্ল্যাটার দীর্ঘদিনের বন্ধু হিসেবেই পরিচিত। কিন্তু ওই প্রতিবেদনের দাবি, রিসোর্টে দুজনের মধ্যে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়, সেখান থেকে হাতাহাতি। পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। যদিও এই খবরকে পরে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন দুজনই।


স্ল্যাটার অবশ্য ওই সংবাদপত্রের সিনিয়র একজন সাংবাদিককে মোবাইলে বার্তা পাঠিয়েছেন, ‘যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তার কোনো সত্যতাই নেই। আমি আর ডেভি (ওয়ার্নার) খুব ভালো বন্ধু এবং আমাদের মধ্যে মারামারি হওয়ার সম্ভাবনা একদম শূন্যের কোঠায়।’


স্ল্যাটারের সঙ্গে একমত ওয়ার্নারও। এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলেছেন তিনি। ‘এমন গুঞ্জনের আসলেই কোনো ধরনের ভিত্তি নেই, সম্পূর্ণ ভুল তথ্য। আমি এবং স্ল্য্যাটার অনেক ভালো বন্ধু।’ যোগ করেন অজি এই ওপেনার।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball