promotional_ad

'বি' দল নিয়ে জুলাইয়ে শ্রীলঙ্কা যাচ্ছে ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাবরের পছন্দের সেরা একাদশে রোহিত-সূর্যকুমার, নেই কোহলি

১৭ মে ২৫
রোহিত শর্মা, বাবর আজম, বিরাট কোহলি

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জুনের প্রথম সপ্তাহে ইংল্যান্ড সফরে যাবে ভারত। যেখানে খেলবেন বিরাট কোহলি-রোহিত শর্মাদের মতো দলের নিয়মিত ক্রিকেটাররা। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর শ্রীলঙ্কার বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলার পরিকল্পনা করছে ভারত।


সবকিছু ঠিক থাকলে জুলাইয়ে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যেতে পারে ভারত। তবে লঙ্কানদের বিপক্ষে দেখা যাবে না কোহলি-রোহিতসহ ইংল্যান্ড সফরের সঙ্গে যুক্ত ক্রিকেটারদের। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।


promotional_ad

আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে কোনো সিরিজ নেই ভারতের। তবে গেল বছর করোনার কারণ স্থগিত হওয়া ভারতের শ্রীলঙ্কা সফরটি আয়োজনের পরিকল্পনা করছে দুই দেশের ক্রিকেট বোর্ড। যা অনুষ্ঠিত হতে পারে আগামী জুলাইয়ে। সূচি চূড়ান্ত না হলেও বিসিসিআই সভাপতি নিশ্চিত করেছেন যে তাঁরা জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজের পরিকল্পনা করছেন।


আরো পড়ুন

কোহলি-রোহিত না থাকলেও ভারতে প্রতিভার কোনো ঘাটতি নেই: অ্যান্ডারসন

১৪ মে ২৫
জেমস অ্যান্ডারসন ও বিরাট কোহলি, ইসিবি

এ প্রসঙ্গে গাঙ্গুলি বলেন, ‘জুলাই মাসে আমরা সিনিয়র পুরুষ দলের জন্য একটি সাদা বলের সিরিজের পরিকল্পনা করছি। যেখানে তারা শ্রীলঙ্কায় ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।’


জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে গেলে দলে দেখা যাবে না দলটির নিয়মিত অধিনায়ক কোহলিকে। সেই সঙ্গে থাকবেন না রোহিত, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামিদের মতো নিয়মিত পারফর্মারদের। মূলত কোয়ারেন্টাইন জটিলতার কারণে ইংল্যান্ড সফরে থাকা ক্রিকেটারদের লঙ্কানদের বিপক্ষে সিরিজে যুক্ত করবে না ভারত।


ফলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ভিন্ন দল পাঠাবে বিসিসিআই। যেখানে দলে দেখা যেতে পারে সাঞ্জু স্যামসন, শিখর ধাওয়ান, পৃথ্বী শ, রাহুল চাহার, যুবেন্দ্র চাহাল, ইশান কিশান, সূর্যকুমার যাদব ও ভুবেনশ্বর কুমারদের। ইনজুরি কাটিয়ে লঙ্কান সিরিজ দিয়ে ফিরতে পারেন শ্রেয়াস আয়ার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে দারুণ বোলিং করা চেতন সাকারিয়াকেও দেখা যেতে পারে দলে।


যদিও এখন কিছু চূড়ান্ত হয়নি। তবে আলাদা একটি দল যে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে সেটি জানিয়েছেন গাঙ্গুলি। লঙ্কানদের বিপক্ষে আলাদা দল পাঠানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, সাদা বলে বিশেষজ্ঞদের নিয়ে একটি দল হবে। এটি আলাদা দল হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball