আইসিসির এপ্রিল সেরা বাবর-হিলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান
২১ মে ২৫
ভোট শেষে এপ্রিলের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে পুরুষদের ক্রিকেটের সেরার খেতাব পেয়েছেন পাকিস্তানের বাবর আজম আর নারী ক্রিকেটে এপ্রিল সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি।
এপ্রিলের সেরা ক্রিকেটার হওয়ার জন্য বাবরের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ফখর জামান ও নেপালের কুশাল ভুর্তেল। স্বদেশি ফখর ও নেপালের ভুর্তেলকে পেছনে ফেলে এপ্রিল সেরা হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর।

গেল মাসে ব্যাট হাতে অসাধারণ ছিলেন বাবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি ওয়াডনেতেই তার পারফরম্যান্স ছিল আকাশচুম্বী। একটি ম্যাচে ১০৩ এবং অন্য ম্যাচে ৯৪ রানের পাশাপাশি জিতেছিলেন দুটি ম্যান অফ দ্যা ম্যাচ পুরষ্কার। এ ছাড়া ৩ ম্যাচে তার রান মোট ২২৪।
এমন পারফরম্যান্সের ফলে বিরাট কোহলিকে হটিয়ে ওয়ানডেতে ব্যাটসম্যানদের শীর্ষস্থান দখল করে নিয়েছেন বাবর। এ ছাড়া তৃতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড রান তাড়া করার ম্যাচে ৫৯ বলে ১২২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি। ফলে এপ্রিল সেরা হতে খুব বেশি বেগ পেতে হয়নি তাঁকে।
এদিকে নারী ক্রিকেটে এপ্রিল সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান হিলি। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ সময় পার করছেন তিনি। যা অব্যাহত ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও।
কিউইদের বিপক্ষে ৩ ওয়ানডেতে ৫১.৬৬ গড় ও ৯৮. ৭২ স্ট্রাইক রেটে করেছেন ১৫৫ রান। যা সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকদের মাঝে সবচেয়ে বেশি। তাঁর এমন পারফরম্যান্সের ফলে টানা ২৪ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখে অস্ট্রেলিয়ার নারী দল।