promotional_ad

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত, ৫ পয়েন্ট খোয়ালো বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট

৫ ঘন্টা আগে
শেষ বিকেলে ১০১ রানের জুটি গড়েছেন নিক কেলি ও ম্যাট বয়েল, বিসিবি

১৮ জুন থেকে ইংল্যান্ডের সাউদাম্পটনে শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াই। সাদা পোশাকের টুর্নামেন্টে দাপট দেখিয়ে ফাইনালে জায়গা করে নেয় এই দুই। টেস্ট চ্যাম্পিয়নশিপ ‍টুর্নামেন্টের মতো টেস্টের বার্ষিক হালনাগাদে আধিপত্য বিস্তার করেছে তাঁরা।


চলতি বছরের শুরুতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে প্রথমবারের মতো আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেও বার্ষিক হালনাগাদে ‍দুইয়ে নেমে গেছে নিউজিল্যান্ড (১২০ রেটিং পয়েন্ট)। আর কিউইদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থেকে টেস্টের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ভারত (১২১ রেটিং পয়েন্ট)।


promotional_ad

আইসিসির বার্ষিক হালনাগাদ হয়েছে বৃহস্পতিবার। গত বছরের মে মাস থেকে দলগুলোর পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ, আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে।


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

ফলে ২০১৭-১৮ মৌসুমে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ ব্যবধানে ইংল্যান্ড হারলেও র‌্যাঙ্কিংয়ে সেটার প্রভাব পড়েনি। কারণ বার্ষিক হালনাগাদে বিবেচনায় নেয়া হয়নি ২০১৭-১৮ মৌসুমের পারফরম্যান্স। ফলে ৩ রেটিং পয়েন্ট বেড়ে ইংল্যান্ড ওঠে এসেছে তিনে আর ৫ পয়েন্ট খুইয়ে চারে নেমে গেছে অস্ট্রেলিয়া।


৩ রেটিং পয়েন্ট বাড়লেও পাঁচেই রয়েছে পাকিস্তান। আর এদিকে ৩ রেটিং পয়েন্ট বাড়ায় আট থেকে ছয়ে ওঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ২০১৩ সালের পর এটিই তাঁদের সেরা অবস্থান। ৯ পয়েন্ট হারিয়ে সাতে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা (৮০ পয়েন্ট)। এ আগে সাতে নামলেও রেটিং হিসেবে টেস্ট র‌্যাঙ্কিংয়ের ইতিহাসে যা তাদের সর্বনিম্ন অবস্থান। আর আটে রয়েছে শ্রীলঙ্কা।


এদিকে ৫ পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ। আইসিসির বিবেচনায় নেয়া সময়ের মধ্যে বাংলাদেশের টেস্ট পারফরম্যান্স ছিল একেবারে নাজুক। মাস দুয়েক আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হওয়ার সঙ্গে ঘরের মাঠে আফগানিস্তান ও জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশ। তাতেই পয়েন্ট খুইয়েছে টাইগাররা। যদিও ৪৬ রেটিং নেয় নয় নম্বরেই রয়েছে তাঁরা।


১০ নম্বর থেকে নিজেদের অবস্থান পরিবর্তন না হলেও ৮ পয়েন্ট বেড়ে জিম্বাবুয়ের। যেখানে তাঁদের পয়েন্ট ৩৫। আর র‌্যাঙ্কিং তালিকায় জায়গা পাওয়ার মতো যথেষ্ট ম্যাচ না খেলায় আইসিসির বার্ষিক হালনাগাদের টেস্ট র‌্যাঙ্কিংয়ে জায়গা হয়নি আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। ​



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball