ভারতের ফাঁদে পা দিয়েই ঘরের মাঠে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া: পেইন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছর সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া সফরে এক টেস্ট খেলেই বাড়ি ফিরেছিলেন বিরাট কোহলি। ফলে বাকি তিন টেস্টের দায়িত্বভার উঠেছিল আজিঙ্কা রাহানের কাঁধে। একে তো নিয়মিত অধিনায়ক এবং দলের সেরা ব্যাটসম্যান নেই। সেই সঙ্গে একের পর এক ক্রিকেটারের ইনজুরি বিপাকেই ফেলেছিল ভারতকে।
তারপরও যেন হাল ছাড়েনি ভারত। রাহানের নেতৃত্বে এই চোটে জর্জরিত দলই অস্ট্রেলিয়াতে সিরিজ জিতেছিল। একাদশ সাজাতে হিমশিম খাওয়াতে থাকা দলটি বাড়ি ফেরে ২-১ ব্যবধানে সিরিজ জিতে।

সেই সিরিজের পর লম্বা সময় পার হয়ে গেলেও এতদিন পর অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন জানালেন সিরিজ হারের উদ্ভট কারণ। তার মতে, সিরিজে ক্রিকেটীয় বিষয়ের চেয়ে অন্য বিষয়েই সরব ছিল ভারত। ফলে ক্রিকেট থেকে মন সরিয়ে পেইনদের বিভ্রান্ত করেছে সফরকারীরা।
সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে ভারত ৮ উইকেটে জিতলেও তৃতীয় ম্যাচ হয়েছিল ড্র। সিরিজ নির্ধারণী চতুর্থ ম্যাচে অনেকটা দ্বিতীয়সারির দল নিয়েই জয় পেয়ে ইতিহাস গড়ে আজিঙ্কা রাহানের দল।
জৈব সুরক্ষা বলয় এবং কোয়ারেন্টাইন জটিলতায় শেষ ম্যাচটি ব্রিসবেনে খেলতে চায়নি ভারত। শেষ মুহূর্তে অবশ্য পূর্ব নির্ধারিত ভেন্যুতেই হয় শেষ ম্যাচটি। এর বাইরে জৈব সুরক্ষা বলয় ভেঙে রেস্টুরেন্টে খেতে গিয়েও খবরের শিরোনাম ভারতীয় ক্রিকেটাররা।
আর নিজদের বাজে পারফরম্যান্সের জন্য অজি দলপতি কারণ হিসেবে দাঁড় করালেন এসবকেই। সম্প্রতি ক্রিকেটডটকমএইউকে দেয়া এক সাক্ষাৎকারে টিম পেইন বলেন, ভারতীয় দল মাঠের বাইরে থেকেও তাদের নিয়ন্ত্রণে রেখেছিল।
পেইন বলেন, ‘ভারত মাঠের বাইরের দিকে মন ঘুরিয়ে দিয়েছিল। এমন জিনিস নিয়ে ওরা কথা বলত যেগুলোর তেমন প্রয়োজন ছিল না। আমরা সেই ফাঁদে পা দিয়েছিলাম বলেই সিরিজ আদর্শ উদাহরণ হচ্ছে শেষ টেস্ট গ্যাবায় হবে কি না সেই প্রশ্ন উঠে যায়। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয় কোথায় খেলা হবে জানতে। এই ধরণের ঘটনাগুলোই খেলার থেকে মন সরিয়ে দিয়েছিল আমাদের।'