promotional_ad

জাদেজা-অশ্বিনদের সামলাতে কনওয়ের অভিনব অনুশীলন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় ভারত

১০ মে ২৫
টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতে অস্ট্রেলিয়া, আইসিসি

নিউজিল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের নিয়মিত মুখ ডেভন কনওয়ে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ২ ম্যাচ টেস্ট সিরিজেই কিউইদের হয়ে টেস্ট অভিষেক হওয়ার কথা তাঁর। 


এরপর ১৮ জুন থেকে শুরু হবে ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই ম্যাচটিকে সামনে রেখে এখনই প্রস্তুতি শুরু করে দিয়েছেন কনওয়ে।বিশেষ করে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনদের মোকাবেলা করতে বেশ আগেভাগেই নিজেকে ভিন্নভাবে ঝালিয়ে নিচ্ছেন এই কনওয়ে।


promotional_ad

স্পিন মোকাবেলার জন্য পিচে 'কিটি লিটার' ছড়িয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। এই বিশেষ ধরনের গুঁড়া মাটি কুকুর-বিড়াল বা অন্য পোষা প্রাণীদের বর্জ্য শুষে নেয়। এটাকেই বিশেষভাবে কাজে লাগাচ্ছনে কনওয়ে।


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

এ প্রসঙ্গে এই কিউই ব্যাটসম্যান বলেছেন, 'এটি করার পেছনে মূল ভাবনা হলো, বল যেন উইকেটে ক্ষত থেকে ছোবল দেয়। এভাবে খেলা বেশ কঠিন, তবে খুব ভালো অনুশীলন হচ্ছে। ব্যাপারটি হলো, স্পিনের মোকাবেলার জন্য পরিকল্পনা বের করা ও ম্যাচে কিভাবে খেলব, সেটির অনুশীলন করা।'


বিষয়টি আরও খোলাসা করে কনওয়ে বলেন, 'উইকেটে যখন ক্ষত তৈরি হয়, বল তখন লাফায়, ছোবল দেয় এবং অনেক টার্ন করে। তখন তাই ইতিবাচক থাকতে হয়। যদি সবসময় ডিফেন্স করার চেষ্টাই থাকে, একটা পর্যায়ে কোনো একটি বল পতন ডেকে আনবে।'


টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু সাউদাম্পটন। এই মাঠের উইকেট মাঝে মাঝে অনেক ধীর হয়ে যায়। এর ফলে স্পিনারা প্রভাব বিস্তার করতে পারেন। এর ফলে ভারত একঝাক স্পিনার নিয়ে ইংল্যান্ডে যাচ্ছে। কিউইরাও এর প্রস্তুতি নিচ্ছে আগে থেকেই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball