কোয়ারেন্টাইন মুক্ত সাকিব-মুস্তাফিজ, আজই করতে পারবেন অনুশীলন

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে ‘উচ্ছ্বসিত’ সাকিব
১ ঘন্টা আগে
করোনার থাবায় স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে দেশে ফিরে কোয়ারেন্টাইনে ছিলেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। নিয়ম অনুযায়ী ভারত ফেরত যে কাউকেই ১৪দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু এই দুজন মুক্তি পেয়ে গিয়েছেন ১২দিনের মাথায়ই।
আসন্ন শ্রীলঙ্কা সিরিজের অনুশীলনে এই সাকিব-মুস্তাফিজকে পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার দুজনের বিষয়ে বোর্ডকে সুবুজ সংকেত দিয়েছে সরকার। ফলে আজ (মঙ্গলবার) থেকেই অনুশীলন শুরু করতে পারবেন তারা।

ক্রিকফ্রেঞ্জিকে বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সরকার আমাদের মৌখিক অনুমোদন দিয়েছে। এখনও লিখিত আসেনি। গতকাল রাতেই লিখিত আকারে পাওয়ার কথা ছিল।'
মুস্তাফিজের দিল্লিকে উড়িয়ে প্লে অফে মুম্বাই ইন্ডিয়ান্স
২২ মে ২৫
'হয়তো অন্য কোন কারণে সেটা এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। আশা করছি দ্রুত পেয়ে যাব। তবে যে অনুমতি পেয়েছি, তাতে সাকিব আর মুস্তাফিজ আজ থেকেই অনুশীলন শুরু করবেন।’
আইপিএল স্থগিত হওয়ায় গত ৬ মে বাংলাদেশে ফেরেন সাকিব আর মুস্তাফিজ। তবে কোয়ারেন্টাইন জটিলতায় বাড়ি ফেরার সুযোগ পাননি তারা। সে হিসেবে আগামী ১৯ মে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় স্বার্থে এই দুই ক্রিকেটারের কোয়ারেন্টাইন শিথিল করে ২ দিন কমে ১২দিনে নেমে আসে।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আগামী ২৩ তারিখ। দ্বিতীয় ম্যাচটি ২৫ মে এবং শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৮ মে। দিবারাত্রির তিনটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।