বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়েই রোমাঞ্চিত উইলিয়ামসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াড ঘোষণা করল সাউথ আফ্রিকা
১৩ মে ২৫
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে কিউইরা। যার জন্য ইতোমধ্যে ইংল্যান্ড পৌঁছে গিয়েছে ব্ল্যাকক্যাপ্সরা।
ইংল্যান্ড পৌঁছেই কেন উইলিয়ামসন জানিয়েছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খুবই উত্তেজনাপূর্ণ হতে চলেছে। আর ভারতের মতো দলের বিপক্ষে ফাইনাল খেলা যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জিং।

বিরাট কোহলিরা কঠিন প্রতিপক্ষ হলেও উইলিয়ামসনের লক্ষ্য এখন একটাই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জেতা। আর ফাইনালের আগে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলাটা নিউজিল্যান্ডের জন্য বড় প্রস্তুতি হিসেবে দেখছেন কিউই এই অধিনায়ক।
আইসিসি-র একটি ভিডিয়ো সাক্ষাৎকারে কেন বলেছেন, ‘ভারতের বিরুদ্ধে খেলাটা অসাধারণ একটি চ্যালেঞ্জ। পাশাপাশি ওদের বিরুদ্ধে খেলাটা বেশ উত্তেজনারও।’
‘ফাইনাল খেলতে পারাটাও সত্য়িই খুব খুব উত্তেজনাপূর্ণ, তবে যদি জিততে পারি, তবে সেটা আরও ভাল হবে' আরও যোগ করেন নিউজিল্যান্ডের এই অধিনায়ক।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড খেলছে, এটাকে বড় প্রাপ্তি মনে করছেন নিউজিল্যান্ড অধিনায়ক। তিনি বলেন, ‘ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো প্রতিযোগিতাই খুবই উত্তেজনার ছিল। সেটা আমরা প্রত্যেকেই দেখেছি।
'যথেষ্ট কঠিন ছিল লড়াইটা, এই যেমন ভারত-অস্ট্রেলিয়া সিরিজ বা পাকিস্তানের বিপক্ষে আমাদের সিরিজ, যেখানে ফলাফলের জন্য আমাদের কিন্তু সত্যিই কঠিন লড়াই করতে হয়েছিল, তবে সেই লড়াইটাও অসাধারণ ছিল' আরও যোগ করেন তিনি।