৪ হাজার দর্শক থাকবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে কার কী করতে হবে
৯ ডিসেম্বর ২৪
আগামী ১৮ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। করোনা সংক্রমণ এড়াতে অনেক দেশই মাঠে দর্শক প্রবেশের অনুমতি না দিলেও এই ম্যাচের জন্য ৪ হাজার দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।
এর ফলে ২০১৯ সালের সেপ্টেম্বরের পর ইংল্যান্ডের কোন ভেন্যুতে দর্শক প্রবেশের অনুমতি পেল। এ ছাড়া গত ১৯ মে কাউন্টি লিগে হ্যাম্পশায়ার এবং লেইচেস্টারশায়ারের মধ্যকার ম্যাচে ১ হাজার ৫০০ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ভেন্যু কতৃপক্ষ। যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে হ্যাম্পশায়ারের ঘরের মাঠ সাউদাম্পটনের রোজ বোল ক্রিকেট স্টেডিয়ামে।
যেখানে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর এই মাঠেই ৪ হাজার দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে এমনটাই জানিয়েছেন হ্যাম্পশায়ার কাউন্টি ক্লাবের প্রধান রড ব্রান্সগ্রোভ।

তিনি বলেন, 'আমি বুঝতে পারছি যে অনুমোদিত সংখ্যার ৫০ ভাগ আইসিসি তার পৃষ্ঠপোষক এবং অন্যান্য অংশীদারদের জন্য নেবে এবং আমরা বাকি ২০০০ টিকিট বিক্রি করব। আমরা ইতিমধ্যে ভক্তদের কাছ থেকে দ্বিগুণেরও বেশি আবেদন পেয়েছি। এটি একটি উচ্চ লভ্যাংশের খেলা এবং এটির জন্য ব্যাপক চাহিদা রয়েছে।'
১৯ মে হ্যাম্পশায়ার এবং লেইচেস্টারশায়ারের মধ্যকার ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি ছাড়াও আগামীকাল থেকে অনুষ্ঠিত ম্যাচগুলোতেও দর্শকরা স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন। ফলে এর মাধ্যমে আসছে আন্তর্জাতিক ম্যাচগুলোতেও দর্শক ফেরাতে পারে ইংল্যান্ড।
ব্রান্সগ্রোভ বলেন, 'আমরা আজ থেকে চার দিনের কাউন্টি খেলা মঞ্চস্থ করছি এবং ২০১৯ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো সমর্থকদের ইংল্যান্ডে একটি ক্রিকেট ম্যাচের প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। এই রাউন্ডের অন্যান্য কাউন্টি ম্যাচগুলো আগামীকাল থেকে শুরু হবে এবং সেই খেলাগুলোতেও সমর্থকদের প্রবেশের অনুমতি থাকবে।'