২১ দিনে তিন টেস্ট, ওয়ার্কলোড নিয়ে চাপ নিচ্ছেন না সাউদি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের ‘স্পেশাল স্কিলস কনসালটেন্ট’ নিউজিল্যান্ডের সাউদি
১৫ মে ২৫
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংলিশদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে নিউজিল্যান্ড। যেখানে মাত্র ২১ দিনের মাঝে বিশ্বের অন্যতম সেরা দুই প্রতিপক্ষের বিপক্ষে তিন টেস্ট খেলতে হবে কেন উইলিয়ামসনের দলকে।
ইংল্যান্ডের কন্ডিশনে টেস্ট খেলা বরাবরই চাপের। সেখানে মাত্র ২১ দিনের মাঝে তিনটি টেস্ট খেলাটা ক্রিকেটারদের জন্য আরও বাড়তি চাপের। তবে টিম সাউদি তিন টেস্ট নিয়ে বেশ রোমাঞ্চিত। নিউজিল্যান্ডের ডানহাতি এই পেসার জানিয়েছেন, ক্রিকেটাররা তিন টেস্ট খেলার জন্য প্রস্তুত।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইতোমধ্যে ইংলিশ ডেরায় পৌঁছেছে নিউজিল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে নামার আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে তাঁরা। ২ জুন সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে এই দুই দল।
সিরিজের দ্বিতীয় ও টেস্ট মাঠে গড়াবে ১০ জুন। এর আগে নিজেদের মাঝে প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। এরপর আগামী ১৮ জুন থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামবে সাউদিরা। যেখানে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারত। এতো স্বল্প সময়ের মাঝে বড় দুই প্রতিপক্ষের বিপক্ষে তিন টেস্ট খেলতে হলেও রোমাঞ্চ কাজ করছে সাউদির মাঝে।
এ প্রসঙ্গে সাউদি বলেন, ‘স্বল্প সময়ের মধ্যে তিনটি টেস্ট খেলাটা রোমাঞ্চকর। এটি এমন একটি বিষয় যা দল প্রায়শই করতে পারে না। আমরা কিছুটা বিরতি নিয়ে এসেছি, যা খুবই ভালো ব্যাপার এবং (আমরা) আমাদের দেহে কিছু কন্ডিশনিং করতে সক্ষম হয়েছি। ছেলেরা আইপিএল থেকে এসেছে এবং কিছু ক্রিকেট খেলতে চলেছে।
তিনি আরও বলেন, ‘সুতরাং ছেলেরা বেশ কিছু উপায়ে সতেজ রয়েছে। পরের কয়েক সপ্তাহ ব্যবহার করে নিজেকে প্রস্তুত করবে এবং তিনটি টেস্ট ম্যাচ খেলার জন্য প্রস্তুত হয়েছে। তারা ধারাবাহিকতায় রয়েছে তবে আমরা স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং স্টাফদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এখন আমরা আগামী সপ্তাহগুলোতে এমন একটা পর্যায়ে পৌঁছাবো যাতে তিনটি টেস্ট খেলতে পারি।’