promotional_ad

সাকিব যোগ্য তবে অলরাউন্ডার হিসেবে স্টোকসই সেরা: হ্যাডলি

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রিশাদের স্পিন আর আফ্রিদির পেসে ইসলামাবাদকে উড়িয়ে ফাইনালে লাহোর

২ ঘন্টা আগে
শাহীন শাহ আফ্রিদি ও রিশাদ হোসেন

ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে এক নম্বর ক্রিকেটার বাংলাদেশের সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেটে এই শীর্ষস্থানটা ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের। আফগানিস্তানের মোহাম্মদ নবীর দখলে টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের এক নম্বর র‌্যাঙ্কিং। তিন ফরম্যাটের একটিতেও নেই ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ক্রিকেটার বেন স্টোকস


অথচ নিউজিল্যান্ডের কিংবদন্তী ক্রিকেটার রিচার্ড হ্যাডলির চোখে বর্তমান সময়ে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার নাকি স্টোকসই। সাকিব কিংবা রবীন্দ্র জাদেজারা নিজেদের সামর্থ্য অনুযায়ী সেরা অলরাউন্ডার হবার যোগ্য বলেও মনে করেন তিনি। কিন্তু স্টোকসের একা ম্যাচ জেতানোর ক্ষমতায় আকৃষ্ট হয়ে তাকেই সেরা মানছেন এই সাবেক কিউই ক্রিকেটার।


promotional_ad

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'এই সময়ের অলরাউন্ডারদের দেখলে বেন স্টোকসই এক নম্বর হিসেবে চোখে পড়ে। সে লড়াকু, দারুণ ব্যাটসম্যান, কার্যকর বোলার এবং এমন একজন, যে কিনা একাই ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়েছে। রবীন্দ্র জাদেজা, সাকিব আল হাসান, কলিন ডি গ্র্যান্ডহোম, মইন আলি, ক্রিস ওকস, জেসন হোল্ডার, সবাই নিজেদের সামর্থ্য দিয়েই যোগ্য।'


হ্যাডলি নিজেও ছিলেন একজন অলরাউন্ডার। বোলার হিসেবে তাকে রাখা হয় সর্বকালের সেরাদের ছোট্ট তালিকায়ও। সঙ্গে ব্যাটিংয়েও ছিলেন বেশ কার্যকর। আশির দশকের বিখ্যাত চার অলরাউন্ডারের একজন তিনি। ইয়ান বোথাম, কপিল দেব, ইমরান খান ও হ্যাডলি, এই চতুষ্টয়ের লড়াই ক্রিকেট ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়গুলির একটি।


এই চার অলরাউন্ডারের পর লম্বা সময় বিশ্ব ক্রিকেট মাতিয়েছেন জ্যাক ক্যালিস। অলরাউন্ডার হিসেবে এই দক্ষিণ আফ্রিকান নিজেকে নিয়ে গেছেন সর্বকালের সেরাদের উচ্চতায়। সর্বকালের সেরা হিসেবে সবচেয়ে বেশি স্বীকৃত স্যার গ্যারি সোবার্সের সঙ্গে ক্যালিসের তুলনাও করেন অনেকে।


যদিও হ্যাডলির কাছে ইতিহাসের সেরা অলরাউন্ডার ক্যালিস হলেও সর্বকালের সেরা সোবার্সই। এ প্রসঙ্গে তিনি বলেন, 'জ্যাক ক্যালিস অসাধারণ অলরাউন্ডার ছিলেন। দুর্দান্ত মানের এবং প্রচণ্ড অনুপ্রাণিত একজন। ব্যাটসম্যান হিসেবে সে দারুণ ছিল, যেটা তার মূল শক্তির জায়গা এবং তার বোলিং দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে ভালো জোগান দিত।'


তিনি যোগ করে আরো বলেন, 'পরিসংখ্যানের দিক থেকে সে (ক্যালিস) ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার। আসলে সর্বকালের সেরা কে, এটা নিয়ে তুমুল বিতর্ক হতে পারে। শেষ পর্যন্ত, তকমাটা হয়তো স্যার গ্যারি সোবার্সেরই থাকবে। যুগে যুগে কিথ মিলার, টনি গ্রেগ, অ্যান্ড্রু ফ্লিনটফ ও শন পোলকের মতো অলরাউন্ডাররাও দাপট দেখিয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball