দুঃস্মৃতির বর্ণনা দিলেন সেইফার্ট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১৬ রানে ৭ উইকেট হারিয়ে হারল কোহলিরা
২ ঘন্টা আগে
পুরো ভারত জুড়ে করোনা ভঙ্কর আকার ধারণ করেছিল। এর ফলে মাঝ পথেই স্থগিত করতে হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। তবে এর মধ্যেই বেশ কয়েকজন ক্রিকেটার ও কর্মকর্তা করোনায় আক্রান্ত হন।
আইপিএল স্থগিতের পর করোনায় আক্রান্ত ক্রিকেটারদের মধ্যে নাম ছিল টিম সেইফার্টেও। সেই সময় মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলেন এই কিউই ক্রিকেটার। সেই কথা সরাসরি না বললেও ইঙ্গিতে বুঝিয়েছেন তিনি।
সেইফার্ট বলেছেন, 'আপনি অনেক খারাপ কিছুর কথাই শুনেছেন, আমি ভেবেছিলাম আমার ক্ষেত্রে সেটাই হতে যাচ্ছে।'

ইতোমধ্যে করোনা মুক্ত হয়ে দেশে ফিরেছেন তিনি। সেখানেও কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে থাকে। অকল্যান্ডের একটি হোটেলে কোয়ারেন্টাইন থেকেই স্থানীয় গণমাধ্যমকে করোনার দুঃস্মৃতি বর্ণনা দিয়েছেন তিনি।
করোনা আক্রান্ত হয়েছেন যেনে মন থেকে ভেঙে পড়েছিলেন সেইফার্ট। মনে হচ্ছিলো তাঁর বিশ্ব থেমে গেছে। বিশেষ করে ভারতে অক্সিজেন সঙ্কটের খবর তাকে বেশি নাড়া দিয়েছিল।
সেইফার্টের ভাষ্য, 'পুরো বিশ্ব যেন সামান্য সময়ের জন্য হলেও থেমে যায়। আমি ঠিক ভাবতে পারছিলাম না এর পরে কী হবে এবং এটা ছিল খুবই ভীতিজনক অংশ। সব জায়গায় সংবাদ ছিল ভারতের অক্সিজেনের অভাব। আপনি ভাবতে পারবেন না যে, এমনটা আপনার সঙ্গেও হবে না। কোভিড জিনিসটা কি তা সম্পূর্ণ অজানা ছিল। এমন সময়ে আপনার কি প্রতিক্রিয়া হবে?'
কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে থাকলেও সাকিব আল হাসান, সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও প্যাট কামিন্সদের কারণে কোনো ম্যাচে সুযোগ হয়নি সেইফার্টের। দলটির দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ারের সঙ্গে করোনায় আক্রান্ত হন সেইফার্ট।