নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ফোকস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রিশাদের অনবদ্য পারফরম্যান্স দেখে বিলিংসের মনে পড়ছে রশিদকে
১৬ এপ্রিল ২৫
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বেন ফোকস। সিরিজ শুরুর আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন ইংল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তাঁর ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলছিলেন ফোকস। রবিবার মিডলসেক্সের বিপক্ষে খেলার পর ড্রেসিং রুমে হাঁটতে গিয়ে পিছলে পড়ে চোট পেয়েছেন। সারের মেডিকেল বিভাগ তাঁর পুনর্বাসনের কাজ করবে। তবে আগামী তিন সপ্তাহের আগে মাঠে ফেরা হচ্ছে না ফোকসের।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ২ জুন। যেখানে উইকেটরক্ষক হিসেবে দলে জায়গা পেতে সবচেয়ে এগিয়ে ছিলেন ফোকস। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্ট খেলার সুযোগ হয়েছিল তাঁর। যদিও ইনজুরির কারণে সহসায় ঘরের মাঠে টেস্ট খেলা হচ্ছে না এই ইংলিশ উইকেটরক্ষকের।
তিনি ছাড়াও উইকেটরক্ষক হিসেবে দলে রয়েছেন জেমস ব্র্যাসি। ধারণা করা হচ্ছে তিনিই প্রথম টেস্টের একাদশে সুযোগ পাবেন।
যদিও ফোকস ছিটকে যাওয়ায় তাঁর বদলি হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান স্যাম বিলিংসকে। এখন পর্যন্ত জাতীয় দলের আটটি টেস্ট খেলেছেন ফোকস। যার সবগুলোই খেলেছেন দেশের বাইরে।
এদিকে দীর্ঘদিন পর ইংল্যান্ডের টেস্ট দলে ফিরেছেন হাসিব হামিদ। সর্বশেষ ২০১৬ সালের নভেম্বরে ইংল্যান্ডের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। ২০২১ কাউন্টি চ্যাম্পিয়নিশিপে দারুণ ব্যাটিং করেছেন এই ব্যাটসম্যান। যেখানে ৫২.৬৬ গড়ে ৪৭৪ রান করেছেন।