promotional_ad

বাটলার-মরগানদের বিশ্রাম দেয়া হবে তবুও আইপিএল নয়

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

১৬ রানে ৭ উইকেট হারিয়ে হারল কোহলিরা

১১ ঘন্টা আগে
বল হাতে সানরাইজার্সের জয়ের নায়ক প্যাট কামিন্স, বিসিসিআই

ভারতের করোনা পরিস্থতি খারাপ হলেও এর মাঝেই চলছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ক্রিকেটাররা সর্বোচ্চ নিরাপত্তার মাঝে জৈব সুরক্ষা বলয়ে থাকলেও সেখানেও শেষ পর্যন্ত ঢুকে যায় মরণব্যাধি এই ভাইরাস। বেশ কয়েকজন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় পর্যন্ত স্থগিত করা হয় আইপিএলের ১৪তম আসরকে।


এরই মাঝে নতুন সূচিতে আইপিএল আয়োজনের ভাবনায় রয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ১৪তম আসরের বাকি অংশ ভারতে না হয়ে দুবাইয়ে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আয়োজন করতে চাইছে তারা। এই সময় আইপিএল আয়োজিত হলে ইংলিশ ক্রিকেটারদের পাবে না আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো।


ইংল্যান্ডের ডিরেক্টর অব ক্রিকেট অ্যাশলি জাইলস স্রেফ জানিয়ে দিয়েছেন, ইংলিশ তারকা ক্রিকেটারদের প্রয়োজনে বিশ্রাম দেওয়া হবে। তবুও আইপিএলের জন্য ছাড়া হবে না। পরে তিনি এও জানান যে, সেপ্টেম্বর-অক্টোবরের যে সময়টায় আইপিএল আয়োজিত হতে পারে বলে শোনা যাচ্ছে, সেই সময়ে বাংলাদেশ ও পাকিস্তান সফরে ব্যস্ত থাকবে ইংল্যান্ড।


promotional_ad

হতে পারে প্রথমসারির তারকাদের সেই সিরিজে বিশ্রাম দেওয়া হবে। তবে তার মানে এই নয় যে, জাতীয় দল থেকে বিশ্রাম নিয়ে অন্য কোথাও ক্রিকেট খেলবেন ব্রিটিশ তারকারা। জাইলস বলেন, 'আমাদের হাতে পূর্ণাঙ্গ সূচি রয়েছে। সেপ্টেম্বরে টেস্ট সিরিজ শেষ করার পর ১৯-২০ তারিখ নাগাদ আমরা বাংলাদেশ সফরে যাব। তারপর পাকিস্তান সফর ও টি-২০ বিশ্বকাপ রয়েছে।'


তিনি আরও বলেন, 'ছেলেদের কোনও একটা সময়ে বিশ্রাম দেওয়া হবে নিশ্চিত। তবে বিশ্রাম দেওয়ার উদ্দেশ্য এই নয় যে, বাংলাদেশ সফরে না গিয়ে তারা অন্য কোথাও ক্রিকেট খেলবে। আমাদের সূচি মেনে চলতে হবে। দেখতে হবে টি-২০ বিশ্বকাপ ও অ্যাশেজের আগে যাতে ক্রিকেটাররা যথাযথ অবস্থায় থাকে।'


সামনে ইংল্যান্ড দলের চরম ব্যস্ত সূচি। আগামী মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ পাঁচটি। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ, বছরের শেষ নাগাদ আছে অ্যাশেজ। আর ভারত চাইছে ??ি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে আইপিএল আয়োজন করতে। জাইলসের কথা অনুযায়ী বাটলার-মরগানদের ছাড়াই এবার আয়োজিত হবে আইপিএল?


 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball