অস্ট্রেলিয়া ফিনিশার সঙ্কটে ভুগছে: পন্টিং

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে নাও ফিরতে পারেন স্টার্ক-বোল্টরা
১১ মে ২৫
আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবার কথা রয়েছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপে অস্ট্রেলিয়া ফিনিশার সঙ্কটে রয়েছে বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তার মতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে হলে এই ক্ষেত্রে ধারাবাহিক একজন ব্যাটসম্যান প্রয়োজন অজিদের।
বিদ্ধংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত গ্লেন ম্যাক্সওয়েল। যিনি অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের বড় ভরসা। একই জায়গায় ব্যাট করেন মিচেল মার্শ কিংবা মার্কাস স্টইনিসের মতো ব্যাটসম্যানরা।
যদিও অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের জন্য এই তিন জনের একজনও ধারাবাহিক নয়। তাই রিকি পন্টিং মনে করছেন, শেষ দিকে ৪/৫ ওভারে ৫০ রান তোলার মতো সামর্থ্যবান ব্যাটসম্যানের খোঁজ আরা উচিত অস্ট্রেলিয়ার।
তিনি বলেন, 'যে জায়গাটা নিয়ে তারা বেশি উদ্বিগ্ন তা হলো ফিনিশিং রোল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এখানে আপনাকে সামর্থ্যবান হতে হবে। ৪ থেকে ৫ ওভারের মধ্যে ৫০ রান দরকার হবে এবং আপনাকে সেটা করতে সক্ষম হতে হবে।'

তিনি বলেন, 'এই জায়গাটায় আপনাকে ধারাবাহিক ব্যাটিং করতে হবে। এটাই এখন অস্ট্রেলিয়ার খুঁজে বের করতে হবে। এখানে গ্লেন ম্যাক্সওয়েল কিংবা মিচেল মার্শ আছেন এমনকি মার্কাস স্টোইনিসও আছেন। আমার মনে হয় এই ক্ষেত্রেই তারা বেশি উদ্বগ্ন।'
তিনি আরো যোগ করে বলেন, 'আমি গত বছর দিল্লিতে স্টইনিসকে দেখেছি। সে বিগ ব্যাশে মেলবোর্ন স্টারসের হয়ে ইদানিং ওপেনিং করছে এবং ভালো করছে। কিন্তু আমাদের একজন ব্যাটসম্যান দরকার যিনি ফিনিশারের ভূমিকা পালন করবে এবং তার ব্যাটেই ভর করে দু একটা ম্যাচ জিতবো আমরা।'
উদাহরণ হিসেবে ভারতের মহেন্দ্র সিং ধোনির উদাহরণ দিয়েছেন পন্টিং। যেখানে বেশ সফল তিনি। এ ছাড়া বর্তমান সময়ে হার্দিক পান্ডিংয়া এবং কাইরন পোলার্ডেরও কথা বলেছেন সাবেক এই অজি ব্যাটসম্যান।
পন্টিং বলেন, 'ধোনি তার পুরো ক্যারিয়ার জুড়ে এই কাজটি দারুণভাবে সম্পূর্ণ করেছেন এ ব্যাপারে কোন সন্দেহ নেই। এখন হার্দিক পান্ডিয়া এবং কাইরন পোলার্ডও একই কাজ করছে। তারা প্রায়ই নিজের দেশের জন্য এবং আইপিএলে ব্যাট হাতে একাই ম্যাচ জেতাচ্ছে। তারা এই ধরণের স্পটে ব্যাট করে অভ্যস্ত।'