কনওয়ের ঝলমলে অভিষেকে লর্ডসের প্রথম দিন নিউজিল্যান্ডের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জোহানেসবার্গে বাড়ি-ঘর বিক্রি করে নিউজিল্যান্ডের হয়ে স্বপ্ন পূরণ
২৭ নভেম্বর ২০
ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে রঙিন শুরুর পর ব্যাট হাতে ডেভন কনওয়ে মুগ্ধতা ছড়ালেন মর্যাদার টেস্ট ক্রিকেটে। ওলি রবিনসনকে ফ্লিক শটে স্কয়ার লেগ দিয়ে চার মেরে তুলে অভিষেকেই সেঞ্চুরি তুলে নেন নিউজিল্যান্ডের বাঁহাতি এই ব্যাটসম্যান। কনওয়ের ইতিহাস গড়া অপরাজিত সেঞ্চুরিতে লর্ডসের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড।
শেষ চার টেস্টে তিন সেঞ্চুরি করলেও এদিন ব্যর্থ হয়েছেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের অধিনায়কের মতো ব্যর্থ হয়েছেন টম লাথাম ও রস টেলর। অভিজ্ঞদের ব্যর্থতার দিনে ইংল্যান্ডের পেসারদের বিপক্ষে সাবলীল ব্যাটিং করে মুগ্ধতা ছড়িয়েছেন সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হওয়া কনওয়ে।
লর্ডস টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২৪৬ রান। নিউজিল্যান্ডের হয়ে দ্বাদশ ক্রিকেটার হিসেবে অভিষেকে সেঞ্চুরি তুলে নেয়া কনওয়ে অপরাজিত রয়েছেন ১৬ চারের সাহায্যে ২৪০ বলে ১৩৬ রান করে। এদিকে তাঁকে দারুণভাবে সঙ্গ দেয়া হেনরি নিকোলস অপরাজিত ১৪৯ বলে ৪৬ রান করে।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন। লর্ডসে দর্শক ফেরার দিনে আগে ব্যাট করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন দুই কিউই ওপেনার কনওয়ে ও লাথাম। ১৩.৪ ওভারে কোন উইকেট না হারিয়ে উদ্বোধনী জুটির হাফ সেঞ্চুরি করেন তাঁরা দুজন।

জুটির হাফ সেঞ্চুরি হওয়ার পর সেটি খুব বেশি দীর্ঘ হতে দেননি রবিনসন। ডানহাতি এই পেসারের করা ১৬তম ওভারের শেষ বলে ব্যাটের কানায় লেগে বোল্ড আউট হন লাথাম। যা কিনা রবিনসনের টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট। বাঁহাতি এই ওপেনারের বিদায়ে ভাঙে তাঁদের দুজনের ৫৮ রানের উদ্বোধনী জুটি।
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ মে ২৫
এরপর তিনে নেমে দারুণ শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি উইলিয়ামসন। জেমস অ্যান্ডারসনের বলে ব্যাটের কানায় লেগে বোল্ড হয়েছেন সময়ের অন্যতম সেরা এই টেস্ট ব্যাটসম্যান। সাজঘরে ফেরার আগে করেছেন ৩৩ বলে ১৩ রান। অভিজ্ঞরা থিতু হতে না পারলেও ৯১ বলে ঠিকই হাফ সেঞ্চুরি করেন কনওয়ে।
চারে নেমে টেলর থিতু হলেও উইলিয়ামসনের মতই ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। ডানহাতি এই অভিজ্ঞ ব্যাটসম্যান ফিরেছেন ৩৮ বলে ১৪ রান করে। এরপর অবশ্য আর কোন উইকেট হারাতে হয়নি নিউজিল্যান্ডকে। চতুর্থ উইকেট জুটিতে ১৩২ তুলেছেন নিকোলস ও কনওয়ে।
তাঁদের দুজনের সাবলীল ব্যাটিংয়ের ফলে দিনের শেষ ৪৮.১ ওভারে কোন উইকেট হারাতে হয়নি কিউদের। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন এদিন অভিষেক হওয়া রবিনসন। আর অন্য উইকেটটি নিয়েছেন ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক অ্যান্ডারসন।
প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ১০৯তম ক্রিকেটার হিসেবে অভিষেকে সেঞ্চুরি তুলে নেন কনওয়ে। এ ছাড়া লর্ডসে অভিষেকে তৃতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।
এর আগে নন-ইংলিশ ক্রিকেটার হিসেবে লর্ডসে অভিষেক টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করেছিলেন সৌরভ গাঙ্গুলি ও হ্যারি গ্রাহাম। এদিকে কনওয়ের ১৩৬ রানে অপরাজিত থাকা ইনিংসটি লর্ডসের ১৩৭ বছরের ইতিহাসে টেস্ট অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২৪৬/৩ (ওভার ৮৬) ( কনওয়ে ১৩৬*, নিকোলস ৪৬*, লাথাম ২৩, রবিনসন ২/৫০, অ্যান্ডারসন ১/৫৫)