promotional_ad

চাকরি ছাড়লেন শেন বন্ড, প্রধান কোচের দায়িত্বে বেইলিস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রায় বছর ছয়েক পর কোচ হিসেবে আবারও বিগব্যাশ লিগে ফিরলেন ট্রেভর বেলিস। প্রধান কোচ হিসেবে আগামী তিন বছরের জন্য সিডনি থান্ডারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। শেন বন্ডের বদলি হিসেবে বেইলিসকে নিয়োগ দিয়েছে দলটি।


মূলত পরিবারকে সময় দিতে থান্ডারের সঙ্গে চুক্তি নবায়ন করেননি বন্ড। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন বেইলিস। এর আগে ২০১১-১৫ সাল পর্যন্ত বিগ ব্যাশের আরেক দল সিডনি সিক্সার্সের কোচ হিসেবে ছিলেন তিনি।


যেখানে তাঁর অধীনকে শিরোপাও জিতেছিল দলটি। এ ছাড়া ২০১৯ সালে তাঁর অধীনে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে ইংল্যান্ড। আবারও অস্ট্রেলিয়ায় ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত বেইলিস।


promotional_ad

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা খুবই ভালো লাগার বিষয় যে ঘরে ফিরেছি এবং নিউ সাউথ ওয়েলস ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরেছি। থান্ডা?? গেল কয়েক বছর ধরে খুবই ভালো করছে। আশা করি এই গ্রীষ্মে আমরা আরও এক বা দুই ধাপ এগিয়ে যাব।’


এদিকে ডেভিড সাকারকে দুই বছরের জন্য চুক্তি নিয়োগ দিয়েছেঝ মেলবোর্ন রেনেগেডস। ২০১৫-১৬ মৌসুমে ভালো করতে না পারায় চাকরি হারাতে হয়েছিল তাঁকে। যেখানে দুই মৌসুমে মাত্র সাতটি ম্যাচ জয় পেয়েছিল দলটি।


কিন্তু দলের ক্রিকেটাররা তাঁর ওপর আস্থা রাখায় সাকারের সঙ্গে চুক্তি করেছে রেনেগেডস। এ ছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এবারের দল নিয়ে বেশ আশাবাদী সাকার।


সিডনি থান্ডার (বর্তমান স্কোয়াড): জোনাথন কুক, বেন কাটিং, ম্যাথু গিকস, ক্রিস গ্রিন, উসমান খাওয়াজা, নাথান ম্যাকঅ্যান্ড্র, অ্যালেক্স রস, ড্যানিয়েল সামস, তানভীর সাঙ্গা, ক্রিস ট্রেমেইন।


মেলবোর্ন রেনেগেডস (বর্তমান স্কোয়াড): ক্যামেরন বয়েস, জ্যাক ইভান্স, অ্যারন ফিঞ্চ, জ্যাক ফ্রেশার ম্যাগার্ক, স্যাম হার্পার, মার্কাস হ্যারিস, ম্যাকেঞ্জি হার্ভে, জশ ললর, শান মার্শ, জেমস প্যাটিনসন, মিচ পেরি, জ্যাক প্রেস্টউইজ, কেন রিচার্ডসন এবং উইল সাদারল্যান্ড



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball