এজবাস্টনে ফিরছেন বোল্ট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে নাও ফিরতে পারেন স্টার্ক-বোল্টরা
১১ মে ২৫
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আগে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ড। ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্টে ইতোমধ্যে ড্র করেছে কিউরা। এই ম্যাচে খেলেননি তাদের পেস আক্রমণের অন্যতম ভরসা ট্রেন্ট বোল্ট।
মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে দেশে ফিরে ছুটি চেয়েছিলেন তিনি। ফলে দল ইংল্যান্ডে পৌছালেও বোল্ট দেশটিতে পৌছেছেন কিছুদিন পর। এরপর সেখানে গিয়ে তাকে থাকতে হয়েছে বাধ্যতামূলক কোয়ারোন্টাইনে। যে কারণে খেলতে পারেননি প্রথম টেস্ট।

যদিও তার কোয়ারেন্টাইন সময়সীমা কিছুটা শীথিল করায় আসন্ন দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের একাদশে ফিরতে যাচ্ছেন এই বাঁহাতি পেসার। যা তাকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ম্যাচ অনুশীলনের সুযোগ করে দেবে।
এ প্রসঙ্গে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, 'তার একটি সুযোগ আছে। কয়েকটি জিনিস বদলেছে, ব্রিটিশ সরকার তাদের পৃথক পৃথক শর্তাবলী শিথিল করেছে। সুতরাং ট্রেন্ট (বোল্ট) আমাদের প্রত্যাশার চেয়ে তিন-চার দিন আগে কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছে।'
তিনি আরো বলেন, 'সেই সময় আমাদের কাছে থাকা সমস্ত তথ্যের সাথে আমাদের মূল পরিকল্পনা ছিল যে আমরা তাকে দ্বিতীয় টেস্টে খেলাব না। তবে সম্ভবত আমরা যে প্রাথমিকভাবে প্রত্যাশা করেছি তার চেয়ে তিন দিন আগে সে কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে আসার কিছুটা হলেও আমরা তাকে খেলানোর জন্য ভাবছি।'
আগামী ১০ জুন থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। এরপর আগামী ১৮ জুন থেকে ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বিশ্ব সেরা দৌড়ে লড়বে কেন উইলিয়ামসনের দল।