promotional_ad

ইংল্যান্ডের আরও এক ক্রিকেটারের বর্ণবিদ্বেষী টুইট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার

২৩ মে ২৫
মাঠ ছাড়ার আগে হ্যারি ব্রুক ও অলি পোপ, ইসিবি

অলি রবিনসনকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করার পরদিন ইংল্যান্ড পুরুষ দলের অধীনে থাকা এক ক্রিকেটারের বৈষম্যমূলক পুরনো ‍টুইট প্রকাশ করেছে উইজডেন ডটকম। তবে সেই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি তাঁরা।


লর্ডসের প্রথম দিনে ২ উইকেট নিয়ে অভিষেকটা দারুণ হলেও দিনের শেষে রবিনসনকে সমালোচনা শুনতে হয় ৮-৯ বছরের পুরনো টুইট নিয়ে। সেসব পুরনো টুইটগুলো ছিল সন্ত্রাসবাদের সঙ্গে মুসলিমদের সম্পৃক্ততার ইঙ্গিত, এশিয়ান বংশোদ্ভূত ও নারীদের প্রতি ছিল অবমাননাকর মন্তব্য।


promotional_ad

ফলে প্রথম দিন শেষে লিখিত ও ভিডিও বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছিলেন তিনি। তবে ক্ষমা চেয়েও পার পাননি রবিনসন। সেই টুইটের জের ধরে তাঁকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ২৭ বছর বয়সি এই পেসারকে নিষিদ্ধ করার পর দলের অধীনে থাকা অন্য এক ক্রিকেটারের পুরনো টুইট প্রকাশ করেছে উইজডেন।


তাঁদের দাবি, টুইটটি ইসিবির নজরে আসলে তাঁরা বিব্রতবোধ করবে। তাঁরা যে টুইটটি প্রকাশ করেছে সেটিতে চীনের একটি গোত্রের লোকদের বর্ণনা করতে অবমাননাকর অপবাদ দেয়া হয়েছে। যে ক্রিকেটারের এমন টুইট প্রকাশ করা হয়েছে সেটি সেই ক্রিকেটারের ১৬ বছরের সময়কার।


রবিনসনের ৮-৯ বছর আগের পুরনো টুইট নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর লর্ডস টেস্টের প্রথম দিনই এমন আচরণ বা মনোভাবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন।


ইতোমধ্যে রবিনসনের টুইটগুলো নিয়ে তদন্ত করছে ইসিবি। ধারণা করা হচ্ছে ডানহাতি এই পেসারের মামলাটির সঙ্গে নাম প্রকাশ না করা ওই ক্রিকেটারের টুইটও তদন্ত করবে দেশটির ক্রিকেট বোর্ড। তবে বয়স কম হওয়ায় শাস্তি কিছুটা প্রশমিত হতে পারে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball