ইংল্যান্ড সফরের দলেও জায়গা হয়নি ম্যাথুস-চান্দিমালের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যেখানে দলে ফেরানো হয়েছে নুয়ান প্রদীপকে। তবে অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল ও দিমুথ করুনারত্নের।
২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে তরুণদের নিয়ে দল গোছাতে শুরু করেছে এসএলসি। এমন সিদ্ধান্তের পর বাংলাদেশ সফরে দল থেকে জায়গা হারিয়েছিলেন অভিজ্ঞ ম্যাথুস, চান্দিমাল ও করুনারত্নে।

যদিও বাংলাদেশের বিপক্ষে সিরিজ চলাকালীন শ্রীলঙ্কার প্রধান কোচ মিকি আর্থার জানিয়েছিলেন, ম্যাথুস-চান্দিমালদের জন্য দলে জায়গা পাওয়ার পথ বন্ধ হয়ে যায়নি। আর্থার আশারবাণী শোনালেও ইংল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের দলে জায়গা হয়নি তাঁদের।
এদিকে ইংল্যান্ড সফরের দলে ফেরানো হয়েছে নুয়ান প্রদীপকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকলেও বাংলাদেশ সফরের দলে ছিলেন না প্রদীপ। তবে এক সিরিজ পরই ডানহাতি এই পেসারকে ফিরিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
এদিকে আসেন বান্দারাসহ আরও বেশি কয়েকজন তরুণ ক্রিকেটারে ইংল্যান্ড সফরের দলেও জায়গা ধরে রেখেছেন। বাংলাদেশ সফরের মতো ইংল্যান্ড সিরিজেও অধিনায়কের দায়িত্ব পালন করবেন কুশল পেরেরা।
ইংল্যান্ডের বিপক্ষে সমান সংখ্যক তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে আগামী ৯ জুন দেশ ছাড়বে লঙ্কানরা। ১৮ জুন মাঠের লড়াইয়ে নামবে এই দুদল।
শ্রীলঙ্কার স্কোয়াড: কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, আভিস্কা ফার্নান্দো, পাথুম নিশানকা, নিরোশান ডিকওয়েলা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওশাদা ফার্নান্দো, চ্যারিথ আসালানকা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, ধনাঞ্জয়া লক্ষণ, ইশান জয়ারত্নে, দুশমন্থ চামিরা, ইসুরু উদানা, আসিথা ফার্নান্দো, নুয়ান প্রদীপ, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো, লক্ষণ সান্দাকান, আকিলা ধনাঞ্জয়া এবং প্রভীন জয়াবিক্রমা।