দ্য হান্ড্রেড থেকে নাম সরিয়ে নিলেন ওয়ার্নার-স্টয়নিস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’
১ মে ২৫
চলতি বছরের জুলাই-আগস্টে মাঠে গড়াতে যাচ্ছে ইংল্যান্ডের ১০০ বলের নতুন টুর্নামেন্ট দ্য হান্ড্রেড। তবে টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন ডেভিড ওয়ার্নার ও মার্কোস স্টয়নিস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তাঁদের দল সাউদার্ন ব্রেভ।
করোনাভাইরাসের কারণে গেল বছর অনুষ্ঠিত হয়নি দ্য হান্ড্রেড। তবে করোনার প্রকোপ কিছুটা কমায় এবার মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টটির প্রথম আসর। টুর্নামেন্ট মাঠে গড়ালেও ওয়ার্নার ও স্টয়নিসকে পাওয়া হচ্ছে না সাউদার্নের। যা তাঁদের জন্য হতাশাজনক বলে জানিয়েছেন তাঁরা।

এক বিবৃতিতে তাঁরা জানায়, ‘ডেভিড ও মার্কোসের মতো সক্ষমতা সম্পন্ন ক্রিকেটারদের হারানো আমাদের জন্য হতাশাজনক। কিন্তু এটা বাস্তব যে করোনার কারণে বিদেশি ক্রিকেটারদের আসাটা কঠিন। সাউদার্ন ব্রেভ খুব শীঘ্রই বিকল্প ক্রিকেটার নেবে এবং এই গ্রীষ্মে দ্য হান্ড্রেডে ভালো কিছুর প্রত্যাশা করছি।’
এদিকে চলতি মাসের শেষের দিকে তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে অস্ট্রেলিয়া। এরপর জুলাইয়ের শেষ সপ্তাহে পাঁচ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে অজিরা। ক্যারিবীয় ও বাংলাদেশ সফরের জন্য ইতোমধ্যে ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
যেখানে নাম রয়েছে ওয়ার্নার ও স্টয়নিসের। ধারণা করা হচ্ছে, দ্য হান্ড্রেড ও এই দুই সফরের সূচির সাংঘর্ষিক হওয়ায় নিজেদের সরিয়ে নিয়েছেন তাঁরা। যদিও এই দুই সফরে তাঁদের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই দুজন ছাড়াও স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সরা বিশ্রামে থাকবেন।
মূলত কোয়ারেন্টাইনের ধকল কাটাতে বিশ্রামে থাকবেন বেশিরভাগ সিনিয়র ক্রিকেটাররা। ইতোমধ্যে তাঁদের বিশ্রামের বিষয়ে সায় দিয়ে সিএ। এ ছাড়া সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার লক্ষ্যে ইতোমধ্যে আরও ৬ জনকে যোগ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এই সময়টায় পরিবারের সঙ্গে সময় কাটাতে চায় অজি সিনিয়র ক্রিকেটাররা।