প্রথমবারের মতো ইংল্যান্ড দলে গার্টন, ফিরেছেন রুট

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
২৩ মে ২৫
১৯ বছর বয়স থেকেই ইংল্যান্ড লায়ন্সের সাদা বলের পরিকল্পনায় ছিলেন জর্জ গার্টন। নেটে দারুণ বোলিং করার সুবাদে ২০১৭-১৮ মৌসুমের অ্যাশেজের প্রথম টেস্টের দলে বিকল্প হিসেবেও ছিলেন তিনি। যদিও অভিষেকটা হয়নি বাঁহাতি এই পেসারের। এরপর ২০১৮ সালে সাইড স্ট্রেইন ইনজুরির কারণে গ্রীষ্মকালীন মৌসুম খেলা হয়নি তাঁর।
টি-টোয়েন্টি ব্লাস্টের গেল দুই মৌসুমে ১৩.৫৪ গড়ে ২২ উইকেট নিয়েছেন গার্টন। শেষ দিকে ব্যাট হাতেও অবদান রাখতে পারাার ক্ষমতার পাশপাশি গতিময় বোলিং করতে পারেন তিনি। তাতেই মন কেড়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নির্বাচকদের। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন গার্টন।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। যেখানে গার্টন প্রথমবারের মতো ডাক পাওয়ার সঙ্গে এক সিরিজ পর দলে ফিরেছেন জো রুট। গেল বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে ছিলেন রুট।
এরপর ভারতের বিপক্ষে টেস্ট খেললেও ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ছিলেন না তিনি। এ ছাড়া ভারত সফরে দলে না থাকা ক্রিস ওকসও স্কোয়াডে ফিরেছেন। ২০১৮ সালের পর আবারও ইংল্যান্ড দলে খেলার সুযোগ এসেছে লিয়াম ডওসনের। তবে দল থেকে জায়গা হারিয়েছেন ডেভিড মালান ও ম্যাট পার্কিসন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সময় আঙুলের চোটে পড়েছিলেন বেন স্টোকস। আঙুলের চোট পুরোপুরি সেরে না ওঠায় শ্রীলঙ্কার বিপক্ষে নেই সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার। কনুইয়ের অস্ত্রপচার করার কারণে নেই জোফরা আর্চারও।
এদিকে লঙ্কানদের বিপক্ষে স্কোয়াডে ছিলেন ওলি স্টোন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্ট্রেজ ফ্র্যাচকার হয় ডানহাতি এই পেসারের। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি পুরো গ্রীষ্ম মৌসুমে মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
ইংল্যান্ড ওয়ানডে দল: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম ডওসন, জর্জ গার্টন, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।