জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটে নুরুল হাসান, নতুন মুখ শামিম

ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
মুরাদ-নাঈমের ঘূর্ণির পর ব্যাটারদের ব্যর্থতায় হারল বাংলাদেশ ‘এ’
১৭ মে ২৫
মঙ্গলবার চূড়ান্ত হয়েছিল বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে চূড়ান্ত সূচি। এরপর দিনই আসন্ন এই সিরিজের জন্য তিন ফরম্যাটের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। যেখানে টেস্ট এবং ওয়ানডের জন্য ১৭ জন এবং টি-টোয়েন্টির জন্য ১৬ সদস্যের দল দিয়েছেন তাঁরা।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন কাজী নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ে সফরের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি অর্থাৎ তিন ফরম্যাটের দলেই ফেরানো হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে ব্যাট হাতে দারুণ সময় পার করার কারণেই মূলত দলে জায়গা পেয়েছেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও ২০১৮ সালের পর টেস্ট খেলা হয়নি নুরুলের। ৫০ ওভারের ক্রিকেটে জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। আর ২০১৮ সালের নিদাহাস ট্রফির পর টি-টোয়েন্টি দলে ছিলেন না তিনি।
এদিকে প্রথমবারের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন শামিম হোসেন পাটোয়ারি। যুব বিশ্বকাপের পর থেকেই ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন তরুণ এই অলরাউন্ডার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ও আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ফিনিশার হিসেবে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি।
যা অব্যাহত রয়েছে বঙ্গবন্ধু ডিপিএলেও। এখন পর্যন্ত ডিপিএলে ১৪ ম্যাচে ১৪৯.৫৮ স্ট্রাইক রেটে ১৮১ রানে করেছেন শামিম। এ ছাড়া বল হাতেও আলো ছড়িয়েছেন তিনি। এদিকে নিষেধাজ্ঞা থেকে ফেরার পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ফিরেছেন সাকিব আল হাসান। ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো রয়েছেন টেস্ট দলেও।
চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলতে নেমেছিলেন সাকিব। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টেস্ট খেললেও ওই সময়টায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন তিনি। টেস্ট দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমানও।
ওয়ানডে ও টেস্ট দলে থাকলেও টি-টোয়েন্টি দলে নেই মুশফিকুর রহিম। মূলত টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম চেয়েছিলেন তিনি। যা মঞ্জুর করেছে বিসিবি। ইনজুরি কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন। টি-টোয়েন্টি দলে থাকলেও টেস্ট ও ওয়ানডে দলে নেই মোহাম্মদ মিঠুন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্কোয়াডে থাকলেও আসন্ন সিরিজে সাদা পোশাকের দলে জায়গা হয়নি সৌম্য সরকারের। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের স্কোয়াডের থাকা এই বাঁহাতি ব্যাটসম্যান নেই জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দলে।
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজটি শুরু হবে একমাত্র টেস্ট দিয়ে। যা চলবে ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই হবে তিনটি ওয়ানডে। একদিনের ক্রিকেটের পর ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে টি-টোয়েন্টি সিরিজ।
এর বাইরে টেস্টের আগে ৩ ও ৪ জুলাই একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ওয়ানডে সিরিজের আগে ১৪ জুলাই হবে একদিনের প্রস্তুতি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাকিব আল হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, কাজী নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইয়াসির আলি রাব্বি, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম।
ওয়ানডে: তামিম ইকবাল (অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাইম শেখ , লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, শামিম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজের সূচিঃ
একমাত্র টেস্ট- ৭-১১ জুলাই, হারারে
১ম ওয়ানডে- ১৬ জুলাই, হারারে
২য় ওয়ানডে- ১৮ জুলাই, হারারে
৩য় ওয়ানডে- ২০ জুলাই, হারারে
১ম টি-টোয়েন্টি – ২৩ জুলাই, হারারে
২য় টি-টোয়েন্টি- ২৫ জুলাই, হারারে
৩য় টি-টোয়েন্টি -২৭ জুলাই, হারারে।