promotional_ad

ভয়ডরহীন আর উদাসীনতাকে গুলিয়ে ফেললে হবে না, পান্তকে গাভাস্কার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে বেশ সুনাম রয়েছে ঋষভ পান্তের। চলতি বছর ব্রিসবেনে তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের কাছেই হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া।তাঁর এই অতি আক্রমণাত্মক ব্যাটিং মাঝে মাঝেই বিপদে ফেলে দেয় ভারতকে।


তাই তাকে ভয়ডরহীন আর উদাসীনতার মধ্যে পার্থক্য খুঁজতে পরামর্শ দিয়েছেন ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কার। এমন মন্তব্যের পর পান্তের অতীত ইতিহাসও টেনে এসেছেন এই সাবেক ব্যাটসম্যান। নব্বইয়ের কোটায় গিয়ে আক্রমণাত্মক হতে গিয়ে সেঞ্চুরি হাতছাড়াও হতে হয়েছে পান্তকে। এ নিয়েও পান্তকে খোঁচা দিয়েছেন গাভাস্কার।


promotional_ad

সম্প্রতি এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ‘কেউ ভয়ডরহীন হতেই পারে। কিন্তু ভয়ডরহীন আর উদাসীনতাকে গুলিয়ে ফেললে হবে না। এ দুইয়ের মধ্যে যে সূক্ষ্ম লাইন, সেটা অতিক্রম করা যাবে না। পন্তের ব্যাটিং দেখে মনে হয়েছে, সে এ লাইনটা দেখতে পায়নি। অতীতেও সে ৯০ রানে দাঁড়িয়ে বাজে শট খেলে শতক হাতছাড়া করেছে। শট নির্বাচন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অথচ, দারুণ একজন ক্রিকেটার হয়ে ওঠার অনুষঙ্গগুলো কিন্তু পান্তের মধ্যে আছে।’


টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রিডার্ভ ডেতে গিয়ে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বিরাট কোহলির দল। এই ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসের অভাব বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। গাভাস্কার মনে করেন টেস্ট দলে এমন ব্যাটসম্যানদের সুযোগ দেয়া উচিত যাদের ধৈর্য্য ধরে রাখার সঠিক মানসিকতা রয়েছে।


তিনি বলেন, ‘দলকে শক্তিশালী করতে পর্যালোচনায় বসতে হবে। আমরা আর এক বছর অপেক্ষায় রাজি নই। দ্রুততার সঙ্গে কী করতে হবে, সেটি ঠিক করা দরকার। আমি মনে করি ভবিষ্যতে ভারতীয় দলে এমন ব্যাটসম্যানদেরই সুযোগ দেওয়া উচিত, যার টেস্ট খেলার সঠিক মানসিকতা আছে।’


ভয়ডরহীন আর উদাসীনতার সূক্ষ্ম লাইনটা না বুঝতে পারলে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও ভুগতে হতে পারে ভারতকে। পান্তের উদাহরণ দিয়ে পুরো ভারতীয় দলকেই সেই কথা মনে করিয়ে দিতে চাইলেন ভারতের এই কিংবদন্তি ওপেনার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball