promotional_ad

কোহলির অধিনায়কত্ব কেড়ে নিলে অন্যায় হবে: সোয়ান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় ভারত

১০ মে ২৫
টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতে অস্ট্রেলিয়া, আইসিসি

ব্যাটসম্যান বিরাট কোহলিকে নিয়মিতই প্রশংসায় ভাসান ক্রিকেট বোদ্ধারা। কিন্তু প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। সদ্য সমাপ্ত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে আরও একবার প্রশ্নবিদ্ধ তাঁর অধিনায়কত্ব। তবে এবার তাঁর পাশে দাঁড়ালেন সাবেক ইংলিশ ক্রিকেটার গ্রায়েম সোয়ান।


অনেক ক্রিকেট বোদ্ধাই মনে করেন কোহলি ভালো ক্রিকেটার হলেও ভাল নেতা নন। টেস্ট চ্যাম্পিয়নশিপে হারার পর ভারতের অধিনায়কত্বে পরিবর্তনের গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে সাবেক ইংলিশ স্পিনার সোয়ান মনে করছেন তাঁকে পরিবর্তনের কোন মানে নেই। বরং তিনি বলছেন কোহলিকে পরিবর্তন করা হলে, রীতিমত সেটা অন্যায় হবে।


promotional_ad

কোহলির অধিনায়কত্ব প্রসঙ্গে সোয়ান বলেন, ‘এই মুহূর্তে বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে বাদ দিলে এটা ক্রিকেটের জন্য হবে অন্যায়। আমি মনে করি না তাদের অন্য কোথাও দেখা উচিত, যখন আপনার এমন এক জন ভাল অধিনায়ক আছে। ভারত এই ম্যাচে হেরেছে কারণ তারা এই টেস্ট ম্যাচ খেলার জন্য যথেষ্ট প্রস্তুত ছিল না।’


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

তিনি আরও বলেন, ‘বিরাট কোহলি সত্যিই চ্যাম্পিয়ন এবং তারকা। তিনি ভারতীয় দলে শক্তি যোগিয়েছেন। আপনি শুধু তার আবেগীয় মুখ দেখবেন, যখন কোন উইকেট যায়, কোন মিসফিল্ডিং হয়। সে তার কাজে শতভাগ বদ্ধপরিকর।’


ব্যাট হাতে বরাবরই দুর্দান্ত ভারতীয় অধিনায়ক। অভিষেকের পর থেকেই ব্যাট হাতে জবাব দিয়েছেন সমালোচকদের। কিন্তু নেতা হিসেবে তার আচার-আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। তবে পরিসখ্যান কথা বলছে বিরাটের পক্ষেই। ভারতের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়ক তিনি।


এখনও পর্যন্ত কোহলির নেতৃত্বে ভারত খেলছে ৬২ টেস্ট। জয়ের শতকরা হিসেবেও ভারতীয়দের মধ্যে সবার উপরে আছেন তিনি। কোহলির নেতৃত্বে প্রায় ৬০ শতাংশ ম্যাচে জয় পেয়েছে ভারত। ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে প্রায় ছয় বছর ধরে ভারতকে নেতৃত্ব দেওয়া কোহলি কতটা পরিণত, এমন প্রশ্ন হরহামেশাই শোনা যায়।


অধিনায়ক হিসেবে মাঠের ভেতর তাকে অনেক সিদ্ধান্তই নিতে হয়। তার সিদ্ধান্ত দলের জন্য কতটা কার্যকরী, তা নিয়েও আছে আলোচনা-সমালোচনা। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর কোহলির অধিনায়কত্ব নিয়ে আরও কাটাছেড়া হচ্ছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball