promotional_ad

বিশ্বকাপ দিয়ে ইংল্যান্ড দলে ফিরতে পারেন মিলস

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ২০১৮ সালে টি-টোয়েন্টি খেলেছেন টাইমাল মিলস। জাতীয় দলের হয়ে না খেললেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিতই খেলেছেন বাঁহাতি এই পেসার। ইংল্যান্ড জাতীয় দলে বেশ কয়েকজন দারুণ পেসার থাকলেও তাঁকে ফেরাতে পারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


এমনকি চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ড দলেও দেখা যেতে পারে মিলসকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন ইয়ন মরগান। সেই সঙ্গে ইংল্যান্ডের রঙিন পোশাকের এই অধিনায়ক জানিয়েছেন, নিয়মিতই মিলসের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।


promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে খুব বেশি মেলে ধরার সুযোগ পাননি মিলস। তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলেছেন তিনি। সেখানেই গতি আর বাউন্স দিয়ে নিজেকে অন্যদের চেয়ে আলাদা করেছেন বাঁহাতি এই পেসার। যেখানে ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারেন তিনি। যা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলে সুযোগ পেলে মরগানের অন্যতম অস্ত্র হয়ে উঠতে পারেন তিনি।


মিলসের দলে ফেরা প্রসঙ্গে মরগান বলেন, ‘সে একজন অসাধারণ বোলার এবং আমরা সবসময় তার সাথে যোগাযোগ রাখছি। বিশ্বকাপের আগ পর্যন্ত যথাসম্ভব ক্রিকেট খেলুক, আমরা তাকে সুস্থ দেখতে চাই। বছর জুড়ে বিভিন্ন টি টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি নেওয়ার চেয়ে নিয়মিত সাসেক্সের হয়ে খেলা শুরু করেছে এটা তার জন্য ভাল। কয়েকজনের মধ্যে সে ভাল উদাহরণ, যে শতভাগ দিয়ে প্রমাণ করতে পারে।’


আন্তর্জাতিক ক্রিকেটে মিলসের ক্যারিয়ার বারবার বাধা হয়ে এসেছে ইনজুরি। প্রায় পাঁচ বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন এই বাঁহাতি পেসার। কিন্তু কখনই ইংল্যান্ডের জার্সিতে ধারাবাহিক হতে পারেননি। তাই আবারও তাকে দলে পেতে ফিট থাকারও পরামর্শ দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক।


পাঁচ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলছেন মাত্র পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ। অন্য দুই ফরম্যাটে এখনও অভিষেক হয়নি তাঁর। ইংল্যান্ডের জার্সিতে পাঁচ টি টোয়েন্টিতে ৪৩ গড়ে শিকার করেছেন তিন উইকেট। যেখানে ওভার প্রতি রান দিয়েছেন ৬.৭৯ করে। তার সেরা বোলিং ফিগার ২৭ রানে ১ উইকেট।


আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের প্রাথমিক দল ঘোষণ করা হবে সেপ্টেম্বরে। তার আগে পাকিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে দুটি দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ খেলবে। তবে এসব সিরিজে মিলসের দলে থাকার সম্ভাবনা খুবই কম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball