promotional_ad

পাকিস্তান-ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে দেখতে পারবেন ১৯ হাজার দর্শক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কাউন্টি চ্যাম্পিয়নশিপের পর ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ম্যাচেও দর্শক মাঠে ফিরিয়েছিল ইংল্যান্ড। এজবাস্টনে অনুষ্ঠিত সেই টেস্টে প্রতিদিন প্রায় ১৮ হাজার দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পেয়েছিলেন। যদিও সেই উদ্যোগ ছিল যুক্তরাজ্য সরকারের একটি গবেষণা প্রকল্পের অংশ।


এবার ইংল্যান্ড-পাকিস্তান সিরিজেও এই গবেষণার অংশ হিসেবে মাঠে দর্শকদের প্রবেশের অনুমতি দিয়েছে ইংল্যান্ড। শুধুমাত্র সিরিজের তৃতীয় ওয়ানডের জন্য। যা অনুষ্ঠিত হবে ১৩ জুলাই।


৭০ শতাংশের জায়গায় এবার ৮০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন। মোট ১৯ হাজার দর্শক মাঠে প্রবেশের অনুমতি পাচ্ছেন এবার। মূল উদ্দেশ্য, স্টেডিয়ামে ঘোরাঘুরির সময় প্রোটোকল, সামাজিক দূরত্ব ও মুখ ঢাকার বিষয়টি পর্যবেক্ষণ করা।


promotional_ad

একই সঙ্গে বড় এই সমাবেশের ঝুঁকি কতটা, তা দেখা। দেশটির সরকারের বিধিনিষেধ অনুযায়ী, যারা ম্যাচের টিকেট পাবেন তাদের অবশ্যই কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে।


অথবা অন্তত ১৪দিন আগে কভিড-১৯ এর ভ্যাকসিন দেয়া থাকতে হবে। তাও আবার দুই ডোজে। এছাড়া এই কর্মসূচিতে অংশ নিতে তাদের সম্মতিপত্রও জমা দিতে হবে এবং তাদের বয়স হতে হবে অন্তত ১৬।


স্টেডিয়ামে প্রবেশের জন্য সারিবদ্ধভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রবেশের পর হসপিটালিটি এলাকা ছাড়া অন্য কোথাও সামাজিক দূরত্ব প্রয়োজনীয় নয়। বসে থাকার সময় কিংবা খাওয়া ও পানি পানের সময় মুখ ঢাকা আবশ্যক নয়।


ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও দেশটির জনস্বাস্থ্য বিভাগের মিলিত সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ারউইকশায়ার ক্রিকেটের প্রধান নির্বাহী স্টুয়ার্ট চেইন এই প্রসঙ্গে বলেন, 'মাঠে দর্শক ফেরানো খেলাটির জন্য ও সমর্থকদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।'


এর আগেও আমরা টেস্ট ম্যাচে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিলাম। এবার পাকিস্তানের বিপক্ষেও দিচ্ছি। তবে পুরো ম্যাচ চলাকালীন আমরা প্রযুক্তি ব্যবহার করব যেন দর্শকর প্রটোকল মেনেই মাঠে বসে খেলা দেখেন।' আরও যোগ করেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball