দ্য হ্যান্ড্রেডে থাকছে না ‘ওভার’, টুর্নামেন্টের নিয়ম প্রকাশ করলো ইসিবি
ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে স্টোন, ইংল্যান্ডের বড় ধাক্কা
৫ এপ্রিল ২৫
চলতি মাসেই মাঠে গড়াচ্ছে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট দ্য হান্ড্রেড। ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির মতো ক্রিকেট খেলা হলেও ১০০ বলের নতুন এই টুর্নামেন্টে থাকছে অদ্ভুত কিছু নিয়ম।
টুর্নামেন্ট শুরুর কদিন আগে সেই নিয়মগুলো প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যেখানে নতুন নিয়ম অনুযায়ী ব্যাটসম্যানের পরিবর্তে ব্যাটার শব্দ ব্যবহার করা হবে।
প্রথমবারের মতো মাঠে গড়াতে যাওয়া এই টুর্নামেন্টে ৬ বলের পরিবর্তে ৫ বলে ‘ওভার’ বিবেচনা করা হবে। টি-টোয়েন্টিতে ৬ ওভার, ওয়ানডেতে ১০ ওভার পাওয়ার প্লে থাকলেও দ্য হান্ড্রেডে পাওয়ার প্লে মাত্র ২৫ বল। এদিকে প্রথমবারের মতো ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ব্যবহার করা হচ্ছে ডিআরএস।
দ্য হান্ড্রেডের নিয়মাবলী:
১. ওভারের পরিবর্তে বলের মাধ্যমে ইনিংসের গতিবিধি পরিমাপ করা হবে।

২. একজন বোলার ৫ বল করার পর আম্পায়াররা ‘ফাইভ’ বল হিসেবে কল করবে। পাশাপাশি একই দিক থেকে একটানা ছয়ের পরিবর্তে ১০ বল করা হবে এবং চাইলে একজন বোলরাই সেই ১০টি বল করতে পারেন। পাঁচ বল শেষ হলে তা চিহ্নিত করার জন্য আম্পায়রা সাদা কার্ড ব্যবহার করবেন।
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
২৩ মে ২৫
৩. সবার সামনে টস হবে, পিচে নাও হতে পারে।
৪. ১০০-র মধ্য়ে প্রথম ২৫ বল পাওয়ার প্লে হিসাবে গণ্য হবে। পাওয়ার প্লের পর বোলিং দল ইনিংসের যে কোন সময়ে দুই মিনিটের টাইম আউট নিতে পারবে।
৫. ক্যাচ আউটের ক্ষেত্রে নন-স্ট্রাইকার আউট হওয়া ব্যাটসম্যানকে ক্রস করে গেলেও নতুন ব্যাটসম্যানকেই স্ট্রাইক নিতে হবে।
৬. গ্রুপ পর্যায়ে ম্যাচ টাই হলে দুই দলই এক পয়েন্ট করে পাবে। তবে নক আউট পর্বে ফলাফল ‘সুপার ফাইভ’ (পাঁচ বল)-এর মাধ্যমে নির্ধারত করা হবে। ‘সুপার ফাইভ’-এর পরেও ম্যাচ টাই থাকলে দ্বিতীয় বার ‘সুপার ফাইভ’ হবে। তারপরেও ম্যাচ অমীমাংসিত থাকলে গ্রুপ পর্যায়ে তালিকায় ওপরে থাকা দলকে বিজয়ী ঘোষণা করা হবে।
৭. বৃষ্টিবিঘ্নিত ম্যাচের ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে ডাকওয়ার্থ-লুইস নিয়মেও।
৮. প্রথমবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ডিআরএস ব্যবহার করা হবে এবং নো বল নির্ধারণের দায়িত্ব থাকবে তৃতীয় আম্পায়ারের কাঁধে।
৯. সম্প্রচারের কথা মাথায় রেখে প্রতিদিন দু'টি করে ম্যাচ খেলা হলেও প্রতিটি ম্যাচের জন্য নির্দিষ্ট সময়সীমা থাকবে। যাতে দু'টি ম্যাচেরই সম্প্রসারণের ক্ষেত্রে কোন সংঘর্ষের সৃষ্টি না হয়।
১০. যদি কোন দল ওভার রেটে পিছিয়ে থাকে, তাহলে সেই দলকে শাস্তির সময় থেকে বৃত্তের বাইরে একটি ফিল্ডার কম রেখেই খেলতে হবে।