পিছিয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজ
ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট||
৮ ছক্কায় ১৬ বলে হাফ সেঞ্চুরি করে ডি ভিলিয়ার্সের পাশে ফোর্ড
৯ ঘন্টা আগে
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নির্বিঘ্নে সম্পন্ন হলেও দ্বিতীয় ওয়ানডের আগের ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া সিরিজে হানা দেয় করোনাভাইরাস। গেল ২২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় সময় দুপুর আড়াইটায় মাঠে গড়ানোর কথা ছিল সিরিজের দ্বিতীয় ওয়ানডের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তও নিয়েছিল অস্ট্রেলিয়া।
কিন্তু মাঠে নামার কিছুক্ষণ আগেই খবর আসে ওয়েস্ট ইন্ডিজ দলের এক সদস্য করোনা পজিটিভ। ফলে তখনই ম্যাচটি স্থগিত করা হয়। সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় ম্যাচটি বাতিল করা হয়নি। নতুন সূচি অনুযায়ী ২৪ ও ২৬ জুলাই মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ম্যাচ।

ম্যাচটি স্থগিত হওয়ার পরই দুই দলের সকল ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও সম্প্রচার সহযোগীরা হোটেলে ফিরে গিয়েছিলেন। এরপর সিরিজের সঙ্গে সম্পৃক্ত ১৫২ জনের করোনা পরীক্ষা করানো হয়। যেখানে সবার ফলাফল নেগেটিভ এসেছে।
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
১৮ ঘন্টা আগে
যে কারণে সিরিজের বাকি দুই ম্যাচের নতুন সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৪ জুলাই ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় সময় দুপুর আড়াইটায় মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ২৬ জুলাই দুপুর আড়াইটায়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। যেখানে টাইগারদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। সূচি অনুযায়ী, আগামী ২৯ জুলাই বাংলাদেশের মাটিতে পা রাখার কথা রয়েছে অজিদের।
আগামী ৩ জুলাই মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ জুলাই। একদিন বিরতি দিয়ে সিরিজের বাকি তিন ম্যাচে হবে ৬, ৭ ও ৯ জুলাই।