promotional_ad

হোল্ডার-পুরানের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের সমতা

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হোল্ডারের কাছ থেকে এমন বোলিং আশা করিনি: মিরাজ

৫ ফেব্রুয়ারি ২৫
চিটাগংয়ের বিপক্ষে ম্যাচের সময় মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

আলজারি জোসেফ ও আকেল হোসাইনদের বোলিং নৈপুণ্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে মাত্র ১৮৭ রানে আটকে রাখে ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে জেসন হোল্ডার ও নিকোলাস পুরানের হাফ সেঞ্চুরিতে ৭২ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যারিবিয়ানরা। তাতে সিরিজে সমতায় ফিরলো কাইরন পোলার্ডের দল।


ব্রাইটাউনে অস্ট্রেলিয়ার দেয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় ওভারেই মিচেল স্টার্কের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ১৩ বলে মাত্র ২ রান করা এভিন লুইস। রানের খাতা খুলতে পারেননি তিনে নামা ড্যারেন ব্রাভো।


লুইসকে ফেরানোর পরের বলে ব্রাভোকে বোল্ড করে সাজঘরে ফেরান স্টার্ক। থিতু হতে পারেননি জেসন মোহাম্মদও। ১৪ বলে ১১ রান করা মোহাম্মদকে ফেরান অ্যাডাম জাম্পা। একপ্রান্ত আগলে রাখলেও হাফ সেঞ্চুরি তুলে নিতে পারেননি শাই হোপ। টপ অর্ডার ব্যাটসম্যানদের মতো ব্যর্থতার মিছিলে যোগ দেন পোলার্ডও।


promotional_ad

জাম্পার গুগলিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৫ বলে ২ রান করা পোলার্ড। এরপর অবশ্য দারুণ এক জুটি গড়েন পুরান ও হোল্ডার। ৭১ বলে জুটির হাফ সেঞ্চুরি করেন তাঁরা দুজন। পাঁচটি চার ও একটি ছক্কায় ৬৬ বলে হাফ সেঞ্চুরির দেখা পান হ??ল্ডার। তবে হাফ সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি এই অলরাউন্ডার।


স্টার্কের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরার আগে হোল্ডার খেলেছেন ৫২ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস। তাতে ভাঙে তাঁদের দুজনের ৯৩ রানের ম্যাচ জয়ী জুটি। হোল্ডারের বিদায়ের পর ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে হাফ সেঞ্চুরি পান পুরান।


৬৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া বাঁহাতি এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৯ রানে। তাতে ৭২ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় পেয়েছে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক তিনটি ও জাম্পা নিয়েছেন দুটি উইকেট।


এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ১৮৭ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। সফরকারীদের হয়ে দশে নেমে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেছেন ওয়েস অ্যাগার। এ ছাড়া ৩৬ রান করে এসেছে জাম্পা ও ম্যাথু ওয়েডের ব্যাট থেকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন জোসেফ ও আকেল।


সংক্ষিপ্ত স্কোর:


অস্ট্রেলিয়া: ১৮৭/১০ ( ওভার ৪৭.১) ( অ্যাগার ৪১, জাম্পা ৩৬, ওয়েড ৩৬, আকেল ৩/৩০ জোসেফ ৩/৩৯)


ওয়েস্ট ইন্ডিজ: ১৯১/৬ (ওভার ৩৮) ( পুরান ৫৯*, হোল্ডার ৫২, হোপ ৩৮, স্টার্ক ৩/২৬, জাম্পা ২/৪৩)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball