promotional_ad

‘মুশফিকের সঙ্গে অন্যায় হয়েছে'

Collected
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একগাদা শর্ত জুড়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যেখানে কোয়ারেন্টাইন নিয়েও কঠিন সব শর্ত জুড়ে দিয়েছে তাঁরা।


যার ফলে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। তাতে ক্ষোভ প্রকাশ করেছেন জিম্বাবুয়ে সফরে থাকা বাংলাদেশ দলের এক সদস্য। তিনি মনে করেন, মুশফিকের সঙ্গে এটি অন্যায় হয়েছে।


promotional_ad

বাবা-মা করোনা আক্রান্ত হওয়ায় ওয়ানডে সিরিজের আগে দেশে ফিরে আসেন মুশফিক। কিন্তু সফরকারীদের শর্তে কবলে পড়ে অস্ট্রেলিয়ার সিরিজের আগে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।


মুশফিকের কোয়ারেন্টাইন শিথিল করতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনাও করেছিল বিসিবি। কিন্তু তাঁদের মন গলাতে পারেনি তাঁরা। যার ফলে অজিদের বিপক্ষে খেলা হচ্ছে না মুশফিকের। জিম্বাবুয়ে সফরে থাকা ওই সদস্যের দাবি, ক্রিকেটাররা চারটি বিমান বন্দরে নেমেও খেলা সুযোগ পেলেও মুশফিক কেন পারছে না।


ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে তিনি বলেন, 'মুশফিকের সঙ্গে যা ঘটেছ তা অন্যায়। আমরা বানিজ্যিক ফ্লাইটে করে তিনটি বিমানবন্দর দিয়ে এসেছি, এরপরও মুশফিককে সিরিজ থেকে দুরে সরিয়ে রাখা দ্বারা কি বোঝায় আমি জানি না।'


তিনি আরও বলেন, 'পারিবারিক সমস্যার কারণে সে সিরিজের মাঝপথে দেশে ফিরেছিল। কিন্তু ২-৩ দিন পরে তাকে কোয়ারেন্টাইনে প্রবেশ করতে না দেয়াটা ঠিক হয়নি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball