promotional_ad

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের দায়িত্বে বেইলি

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন জর্জ বেইলি। এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারের প্রধান নির্বাচক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যদিও আগে থেকেই নির্বাচক প্যানেলে ছিলেন বেইলি।


২০১৯ সালের ফেব্রুয়ারিতে নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু ট্রেভর হনসের পদত্যাগে প্রধান নির্বাচকের দায়িত্ব এসে পড়েছে অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কের কাঁধে। চলতি বছরের আগস্টেই শেষ হবে হনসের দ্বিতীয় দফার মেয়াদ।


promotional_ad

শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে পদত্যাগ পত্র জমা দেন হনস। তাতে শেষ হয় প্রধান নির্বাচক হিসেবে তাঁর সোনালি অধ্যায়ের। দুই দফায় অস্ট্রেলিয়ার নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯১ সালে প্রথমবারের মতো দায়িত্ব পেয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই লেগস্পিনার।


যা শেষ হয়েছিল ২০০৫ সালে। এই সময়ে দুটি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এ ছাড়া টেস্ট ক্রিকেটে টানা ১৬ ম্যাচ জয়ের রেকর্ডও গড়েছিল দেশটি। এরপর ২০১৬ সালে আবারও প্রধান নির্বাচকের দায়িত্ব নেন হনস। সাফল্য পাওয়ায় বারবার চুক্তি বেড়েছে তাঁর।  সর্বশেষ চুক্তির মেয়াদ চলতি বছরের আগস্ট পর্যন্ত।


বোর্ড তাঁকে দায়িত্বে রাখতে চাইলেও চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হননি তিনি। এদিকে প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত বেইলি। আগামী ১২ মাস দল এই দায়িত্বে থাকবেন তিনি। সেই সময়ের মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজের দল নির্বাচন করবেন সাবেক এই ক্রিকেটার।


তিন ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার হয়ে ১২৫টি ম্যাচ খেলেছেন বেইলি। ৯০ ওয়ানডের সঙ্গে ৫টি টেস্ট ও ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে টানা ২৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বেইলি। এদিকে ওয়ানডেতে সাতে নেমে ১৫৬ রানের ইনিংস খেলেছিলেন সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball