promotional_ad

অলরাউন্ডারদের কারণে 'ভারসাম্যপূর্ণ' বাংলাদেশ, বিশ্বাস মাহমুদউল্লাহর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট

১০ ঘন্টা আগে
শেষ বিকেলে ১০১ রানের জুটি গড়েছেন নিক কেলি ও ম্যাট বয়েল, বিসিবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেই তামিম ইকবাল, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার তবুও বর্তমান দলটাকে ভারসাম্যপূর্ণ মনে করেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।


বিশেষ করে বেশ কয়েকজন অলরাউন্ডারের উপস্থিতিতে ব্যাটিং ও বোলিংয়ে বাংলাদেশের স্কোয়াডের গভীরতা বেড়েছে বলে মনে করেন তিনি। সাকিব আল হাসান ছাড়াও দলে আছেন, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকারের মতো কার্যকরী অলরাউন্ডার।


promotional_ad

প্রয়োজনের দলের জন্য বল হাতে অবদান রাখতে পারেন মাহমুদউল্লাহ নিজেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে এটাই বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককে। সেই সঙ্গে এক ঝাঁক পেসারের সেরা পারফর্ম পেতে মুখিয়ে আছেন তিনি।


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

১৮ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের দলটা এই মুহূর্তে খুব ব্যালান্সড। ৫ থেকে ৬ জন অলরাউন্ডার আমরা খেলি। আমাদের বোলিং বিভাগও খুব ভালো। মুস্তাফিজ এখন ফিট। শরিফুল খুব ভালো বোলিং করছে। তাসকিন ভালো করছে, রুবেল আছে। সাইফ উদ্দিন টি-টোয়েন্টিতে আমাদের সেরা বোলারদের একজন।'


শুধু পেস বোলারদের প্রশংসাই করেননি মাহমুদউল্লাহ, লড়াই শুরুর আগে তিনি জানিয়েছেন, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদীদের নিয়ে গড়া স্পিন আক্রমণ নিয়েও তিনি নির্ভার। তিনি বলেন, 'স্পিনারদের মধ্যে নাসুম আছে, সাকিব তো আছেই। মেহেদি খুব ভালো অপশন, তাইজুল আছে। স্পিন আক্রমণও তাই ভালো।'


টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ এখনও আশা জাগানিয়া দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি। পরিসংখ্যানই এর প্রমাণ। এখন পর্যন্ত এই সংস্করণে ১০২ ম্যাচ খেলে বাংলাদেশের জয় ৩৪টি, হার ৬৬টি। ফল আসেনি দুটি ম্যাচে। তবুও এবার যেহেতু ঘরের মাঠে খেলা হচ্ছে তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেতেও আশাবাদী মাহমুদউল্লাহ।


তার ভাষ্য, 'আমরা যদি সুনির্দিষ্ট করে চিন্তাভাবনা করি এবং নিজেদের মেলে ধরতে পারি, তাহলে ভালো করা সম্ভব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের দল আরও ভালো ক্রিকেট খেলতে সক্ষম এবং সেগুলো করতে পারলে র‌্যাঙ্কিংয়েও পরিবর্তন আসবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball