promotional_ad

তারুণ্য বা অভিজ্ঞতা নয়, আফিফ প্রাধান্য দেন দলের জয়

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আবারো দেশের ক্রিকেট সমর্থকদের উল্লাসে ভাসালেন বাংলাদেশের ক্রিকেটাররা। যে কৃতিত্বের বড় একটি অংশ যাবে আফিফ হোসেনের কাঁধে। ৫৯ রানে ৪ উইকেট হারানো দলটিকে জয়ের বন্দরে পৌছে দেয়ার কাজটি তিনি সেরেছেন নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে।


শেষ পর্যন্ত অপরাজিত থেকে খেলেছেন ৩১ বলে ৩৭ রানের ম্যাচ সেরা ইনিংস। মিচেল স্টার্ক-জস হ্যাজেলউডদের গতি, সুইং আর মুভমেন্ট সামলে হাঁকিয়েছেন চোখ ধাঁধানো ৫টি চার ও ১টি ছয়।


promotional_ad

২১ বছর বয়সী একজন তরুণের কাছে চাপ সামলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়া নিশ্চয়ই অনেক কিছু। যদিও আফিফের কাছে এসব প্রাধান্য পায় না। ম্যাচ শেষে জানালেন, শুধু দলের জন্যই খেলে গেছেন তিনি।


আফিফ বলেন, 'ভাবছিলাম আমার শেষ পর্যন্ত উইকেটে থাকা উচিত। আমাদের কেবল শান্ত থাকতে হয়েছিল এবং উইকেটের চারপাশ জুড়ে শটস খেলতে হয়েছিল। এটাই ছিল পরিকল্পনা।'


তিনি আরো বলেন, 'সোহান ভাইও ভালো খেলেছে এবং দলের ওপর থেকে চাপ দূর করেছে। আপনি তরুণ বা অভিজ্ঞ কিনা সেটা কোন ব্যাপার নয়। শুধু দলের জন্য খেলে যেতে হবে এবং ম্যাচ জেতাতে হবে।'


৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জিতে বর্তমানে ২-০তে এগিয়ে গেলো টাইগাররা। প্রথমবারের মতো সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামী ৬ আগস্ট তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball