প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ
ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট
১০ ঘন্টা আগে
দুর্দান্ত, স্বপ্নময় ও বাংলাদেশের অদম্য জয়। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে সিরিজ জিতে নিলো বাংলাদেশ। যেকোন ফরম্যাটে এবারই প্রথম অজিদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নিলো মাহমুদউল্লাহ রিয়াদের দল।
জয়ের জন্য শেষ দুই ওভারে ২৩ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। তবে ১৯তম ওভারে মাত্র ১ রান দিয়ে বাংলাদেশের জয়ের আশা জাগিয়ে রাখেন মুস্তাফিজুর রহমান। তবে শেষ ওভারের প্রথম বলে ছক্কা মারেন ক্যারি। তবে পরের পাঁচ বলে সুবিধা করতে না পারায় ১০ রানের হারে নিয়ে মাঠ ছাড়তে হয় অজিদের।
নিজের প্রথম ওভারে এসেই উইকেটের দেখা পেলেন নাসুমম আহমেদ। নিজের তৃতীয় বলে ম্যাথু ওয়েডকে সাজঘরে পাঠান বাঁহাতি এই স্পিনার। এর আগে প্রথম ম্যাচেও ওয়েডকে ফিরিয়েছিলেন তিনি। এরপর দ্বিতীয় উইকেটে অস্ট্রেলিয়ার ইনিংস টানছেন বেন ম্যাকডারমট ও মিচেল মার্শ।
ব্যক্তিগত ৩২ রানে মুস্তাফিজুর রহমানের বলে লং লেগে উড়িয়ে মেরেছিলেন ম্যাকডারমট। যদিও সেই সহজ ক্যাচ হাতছাড়া করেছেন শরিফুল ইসলাম। পরের ওভারেই ৪১ বলে ৩৫ রান করা ম্যাকডারমটকে বোল্ড করেছেন সাকিব আল হাসান।

এরপর উইকেটে থিতু হওয়ার আগেই ময়েজেস হেনরিকসকে মিড অনে শামীম হোসেনের ক্যাচ বানিয়ে আউট করেছেন শরিফুল ইসলাম। প্রথম দুই ম্যাচেই ৪৫ রান করে আউট হয়ে হাফ সেঞ্চুরি হাতছাড়া করলেও এদিন হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন মার্শ।
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
১৮ ঘন্টা আগে
ছয়টি চার ও একটি ছক্কায় ৫২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ডানহাতি এই ব্যাটসম্যান। চলতি সিরিজে প্রথম অজি ব্যাটসম্যান হিসেবে হাফ সেঞ্চুরি করেন মার্শ। তবে হাফ সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৮তম ওভারে মার্শকে ফেরান শরিফুল।
বাঁহাতি এই পেসারের স্লোয়ার বলে ফেরার আগে ৪৭ বলে ৫১ রান করে সাজঘরে ফেরেন মার্শ। শরিফুলের সেই ওভারে দুই চারে ১১ রান তোলেন অ্যালেক্স ক্যারি। তাতে অজিদের জয়ের স্বপ্ন আগলে রাখেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। কিন্তু শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেনি তিনি।
এর আগে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের হাফ সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৭ রানের পুঁজি পায় বাংলাদেশ। এ ছাড়া সাকিব ২৬ ও আফিফ হোসেন করেছেন ১৯ রান।
এদিকে ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক তুলে নিয়ে অভিষেক রাঙিয়েছেন অজি পেসার নাথান এলিস। মাহমুদউল্লাহর পর একে একে ফিরিয়েছেন মুস্তাফিজ ও মেহেদীকে। দলের সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন এলিস।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ- ১২৭/১০ (২০ ওভার) (সাকিব ২৬, মাহমুদউল্লাহ ৫২, আফিফ ১৯, শামীম ৩, সোহান ১১, মেহেদী ৬; এলিস ৩/৩৪, জাম্পা ২/২৪, হ্যাজেলউড ২/১৬)
অস্ট্রেলিয়া- ১১৭/৪ (২০ ওভার) (ম্যাকডারমট ৩৫, মার্শ ৫১, শরিফুল ২/২৯, সাকিব ১/২২)