বিগ ব্যাশে মুস্তাফিজদের সুযোগ দেখছেন অস্ট্রেলিয়ার সাংবাদিক
ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মুস্তাফিজের দিল্লিকে উড়িয়ে প্লে অফে মুম্বাই ইন্ডিয়ান্স
২২ মে ২৫
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে প্রথমবারের মতো সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। যেখানে তিন ম্যাচেই বল হাতে দাপট দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান-শরিফুল ইসলামরা। তাতে বাংলাদেশি বোলারদের বিগ ব্যাশ খেলার সুযোগ দেখছেন অস্ট্রেলিয়ার ক্রীড়া সাংবাদিক ম্যালকম কন।
বাংলাদেশের হয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। এদিকে মু্স্তাফিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেললেও এখনও বিগ ব্যাশে সুযোগ পাওয়া হয়নি।

বাংলাদেশ থেকে সাকিব ছাড়া আর কেউ বিগ ব্যাশ না খেললেও অজি দলের সঙ্গে সবাই অস্ট্রেলিয়ার টুর্নামেন্ট মাতিয়ে বেড়ান। ম্যাথু ওয়েড, জস ফিলিপে, মিচেল স্টার্ক, ন্যাথান এলিসরা বিগ ব্যাশের নিয়মিত তারকা।
খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট
১০ ঘন্টা আগে
Could be a few Bangladesh bowlers looking for a @BBL contract after the way they’ve dealt with the BBL’s best over the past two days. #BANvsAUS https://t.co/KmAW3GYQUY
— Malcolm Conn (@malcolmconn) August 4, 2021
বিগ ব্যাশের সেরা তারকাদের বিপক্ষে বাংলাদেশের বোলাররা যেভাবে দাপট দেখিয়েছে তাতে মুস্তাফিজদের সুযোগ দেখছেন ম্যালকম। তিনি মনে করেন, বাংলাদেশর বেশ কয়েকজন বোলার বিগ ব্যাশে চুক্তি পেতে পারেন।