ব্যাটসম্যানদের আরও বুদ্ধিমান হতে বললেন মাহমুদউল্লাহ

ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
মোহামেডানের নেতৃত্বে এবার মাহমুদউল্লাহ
১৬ এপ্রিল ২৫
বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। তবে পুরো সিরিজেই ব্যাটিং ব্যর্থতা চোখে পড়েছে স্বাগতিকদের। চতুর্থ ম্যাচে হেরে ব্যাটসম্যানদের আরও বুদ্ধিমান হতে বললেন মাহমুদউল্লাহ রিয়াদ।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন সৌম্য সরকার। যেখানে সিরিজ সেরার পুরস্কারও জিতেছিলেন তিনি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে একেবারেই ব্যর্থ হয়েছেন বাঁহাতি এই ওপেনার।

এখন পর্যন্ত চার ম্যাচ খেলে করেছেন মোটে ১২ রান। প্রথম ম্যাচে খানিকটা ভালো করলেও পরের দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ নাইম। চতুর্থ ম্যাচে ভালো শুরু করলেও শেষ করতে পারেননি তিনি।
খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট
১০ ঘন্টা আগে
পুরো সিরিজ জুড়েই ব্যর্থতার পরিচয় দিয়েছেন তরুণ শামীম হোসেন পাটোয়ারি। চলতি সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানরা করেছেন মাত্র একটি হাফ সেঞ্চুরি। সেটিও এসেছিল অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাট থেকে।
ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠতে ব্যাটসম্যানদের আরও সাবধানী ও বুদ্ধিমান হওয়ার পরামর্শ দিয়েছেন মাহমুদউল্লাহ। এদিকে চতুর্থ ম্যাচে ব্যাটিং করা সহজ ছিল না বলে দাবি করেছেন বাংলাদেশের এই টি-টোয়েন্টি অধিনায়ক।
ম্যাচ শেষে এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও সাবধানী এবং বুদ্ধিমান হতে হবে। আজকের উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল। আমাদের সামনের দিকে তাকাতে হবে এবং সামর্থ্য অনুযায়ী খেলতে হবে।’