শুরুতে রান দিলেও উইকেট নি??ে পুষিয়ে দেয়ার চেষ্টা থাকে শরিফুলের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের কাজ সহজ করে দিয়েছেন খালেদ-শরিফুলরা
৫ মে ২৫
মিরপুরের স্লো আর টার্নিং উইকেটে বাংলাদেশী বোলাররা যেখানে বেশ কিপ্টে বোলিং করছেন সেখানে একটু বেহিসেবী শরিফুল ইসলাম। পঞ্চম ম্যাচ শুরুর আগে জানালেন শুরুতে রান বিলিয়ে দিলেও ইতিবাচক থাকেন তিনি। বিশ্বাস রাখেন, যে কোন সময় ব্রেক থ্রু এনে দিলে শুরুর খারাপ বোলিংটা কাটিয়ে উঠতে পারবেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ৪ ম্যাচের একাদশেই ছিলেন ২ পেসার, মুস্তাফিজুর রহমান এবং শরিফুল। এই চার ম্যাচে মুস্তাফিজ যেখানে ১৬ ওভারে দিয়েছেন ৫৭ রান। সেখানে শরিফুল ৩ ম্যাচ কম খেলে দিয়েছেন ৮৩ রান।

রান খরচ করলেও ঠিকই উইকেট পেয়েছেন শরিফুল। মুস্তাফিজের সমান তারও উইকেট সংখ্যা ৭টি। প্রথম তিন ম্যাচেই এই বাঁহাতি পেসার ২টি করে উইকেট নিয়েছেন আর সর্বশেষ চতুর্থ ম্যাচে নিয়েছেন ১টি উইকেট।
এ প্রসঙ্গে শরিফুল বলেন, 'আমি প্রায় ম্যাচে এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছি যে প্রথম দিকে রান দেই। অনুর্ধ্ব-১৯, এ-দল বা জাতীয় দল যাই বলেন না কেন। যখন শুরুর দিকে রান দেই তখন আমি ভাবি যে আমার হাতে এখনও ১২ বল আছে ফিরে আসার জন্য।'
তিনি আরো বলেন, 'আমি একটা ভাল ব্রেকথ্রু দিলে দলের জন্য ভাল হবে। এই ইতিবাচক মনোভাব থাকে যে দুই ওভারে ভাল করে দলকে অনেক উপরে নিয়ে যাব। আমি অনূধ্ব-১৯ থেকেই এই রকম একটা ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে যে শুরুতে খারাপ করলেও শেষদিকে ভাল করবো।'
ইতোমধ্যে টানা ৩ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ এবং ৫ম টি-টোয়েন্টিতে আগামী ৯ আগস্ট মুখোমুখি হবে দুই দল। এর আগে চতুর্থ টি-টোয়েন্টি জিতে ৩-১ ব্যধানে সিরিজে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।