promotional_ad

তামিম-মুশফিককে ছাড়া সিরিজ জয় অনুপ্রেরণা দেবে: সাকিব

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রিশাদের স্পিন আর আফ্রিদির পেসে ইসলামাবাদকে উড়িয়ে ফাইনালে লাহোর

২ ঘন্টা আগে
শাহীন শাহ আফ্রিদি ও রিশাদ হোসেন

কোয়ারেন্টাইন জটিলতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। তামিম ইকবাল খেলননি ইনজুরি থেকে সেরে উঠতে বিশ্রামে থাকায়। দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই অস্ট্রেরিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো টাইগাররা।


যথারীতি এই সিরিজেও ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই সমান অবদান রেখেছেন সাকিব আল হাসান। সিরিজ সেরা পুরষ্কার গ্রহণের পর সংবাদ সম্মেলনে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার মনে করেন, তামিম-মুশফিককে ছাড়া সিরিজ জয় বেশ অনুপ্রেরণা দেবে পুরো দলকে।


promotional_ad

একই সঙ্গে তিনি আরো মনে করেন, এই দুই ক্রিকেটার দলে ফিরলে বর্তমান বাংলাদেশ দলের শক্তি আরো অনেকটাই বেড়ে যাবে, দলের মধ্যেও একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে। যা কিনা ভালো টি-টোয়েন্টি দল হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।


এ প্রসঙ্গে সাকিব বলেন, 'অবশ্যই এটা আমাদের বড় একটা প্লাস পয়েন্ট যে বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার ছাড়াও আমরা সিরিজটি জিততে পেরেছি। এটি আমাদের আরও বেশি অনুপ্রেরণা দেবে। তারা যখন ফিরে আসবে দলে। তখন এই দলের স্ট্রেন্থ আরও অনেক বেড়ে যাবে।


তিনি আরো বলেন, 'স্বাভাবিকভাবেই এটা আমাদেরকে অনেক বেশি প্রতিযোগিতামূলক করে তুলবে দলের ভেতরে। যে হেলদি কম্পিটিশন দরকার একটা বড় দল হয়ে ওঠার জন্য, সেটা আমার মনে হয় এখন থেকে শুরু হবে।'


অস্ট্রেলিয়া সিরিজের পর অবশ্য খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। এ মাসেই (২৪ আগস্ট) ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগ মুহুর্তে কিউদের বিপক্ষে এই সিরিজটিই নিঃসন্দেহেই জয়ের উদ্দেশ্যেই খেলবে টাইগাররা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball