promotional_ad

আমাদের থেকেও স্মার্ট ক্রিকেট খেলেছে বাংলাদেশ: মার্শ

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মার্শের সেঞ্চুরিতে টেবিলের শীর্ষে থাকা গুজরাটকে হারাল লক্ষ্ণৌ

২৩ মে ২৫
৬৪ বলে ১১৭ রান করেন মিচেল মার্শ, ফাইল ফটো

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দলটিকে টাইগাররা অলআউট করেছে তাদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন স্কোরে। এতে করে সাবেক, বর্তমান এমনকি প্রতিপক্ষের ক্রিকেটারদের কাছ থেকেও প্রশংসা কুড়াচ্ছেন টাইগাররা।


পুরো সিরিজ জুড়েই উইকেটের ব্যবহার এবং অজি ব্যাটসম্যানদের দুর্বলতা বুঝে বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। এ কারণে অজি অলরাউন্ডার মিচেল মার্শ মনে করছেন, তাদের থেকেও স্মার্ট ক্রিকেট খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।


promotional_ad

দেশের এক ইংরেজি দৈনিককে তিনি বলেন, 'আমাদের দেয়া শর্তগুলি পালন করার কৃতিত্ব তাদের দিতেই হবে। তারা সম্ভবত আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট ক্রিকেট খেলেছে। কারণ আমরা ব্যাট দ্রুত আসা বল, ফাস্ট আউটফিল্ড এবং প্রচুর বাউন্ডারিতে অভ্যস্ত। বাংলাদেশে এর প্রায় বিপরীত ছিল।'


তিনি আরো বলেন, 'তারা বলের পেস পরিবর্তন করতে, বড় আউটফিল্ড ব্যবহার করতে এবং 'রানিং বিটুইন দ্যা উইকেটে' সত্যিই ভাল করেছে। আবার এটি আমাদের জন্য একটি ভাল পাঠ ছিল। যখন আমরা আবার এই ধরনের কন্ডিশনে আসব তখন কাজে দেবে।'


বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারলেও এই সিরিজ থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছেন অস্ট্রেলিয়ার নতুন ক্রিকেটাররা। তাই এই সিরিজটিকে অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য নেতিবাচক হিসেবে দেখতে নারাজ মার্শ।


এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার খেলা অন্য যেকোনো কন্ডিশনের থেকে এটি খুবই আলাদা ছিল। এখানে ইতিবাচক দিকটি ছিল এই যে, এই কন্ডিশনে আমাদের নতুন খেলোয়াড়রা অনেক কিছু শিখতে পেরেছে। ফলাফল বাদ দিলে এই সিরিজ থেকে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball