promotional_ad

রুট ছাড়া ইংল্যান্ডের কজন সেঞ্চুরি করতে পারবে, প্রশ্ন শচীনের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিসিসিআইয়ের বিশেষ সম্মাননা পেলেন টেন্ডুলকার

২ ফেব্রুয়ারি ২৫
পুরষ্কার হাতে ভারতীয় ক্রিকেটাররা, বিসিসিআই

অ্যালিস্টার কুক, অ্যান্ড্রু স্ট্রস, জোনাথন ট্রট, ইয়ান বেল, কেভিন পিটারসেন, মাইকেল ভনদের পরবর্তী সময়ে ব্যাটিং নিয়ে বেশ ভালোভাবেই ধুঁকছে ইংল্যান্ড। বিশেষ করে তরুণদের মাঝে থেকে ওপেনিংয়ে কেউই সেভাবে দাঁড়াতে পারেনি। চলতি বছর ১২ ইনিংস খেলে পাঁচটিতে ডাক মেরেছেন ররি বার্নস। 


জো রুট ছাড়া দলের বাকি ব্যাটসম্যানরাও ছিলেন ব্যর্থতার বৃত্তে বন্দি। একটা সময় ইংল্যান্ডের দারুণ ব্যাটিং ইউনিট থাকলেও বর্তমানে তাঁরা সেখানে নিয়ন্ত্রণ হারিয়েছে বলে মনে করেন শচীন টেন্ডুলকার। ভারতের সাবেক এই ব্যাটসম্যানের দাবি, ইংল্যান্ড দলে রুট ছাড়া বড় সেঞ্চুরি করার মতো কেউই নেই।  


promotional_ad

শচীন বলেন, ‘এই ইংল্যান্ড দলের ধসের একটা ইতিহাস আছে। আমার মনে হয় এখানেই তারা নিয়ন্ত্রণ হারিয়েছে। তাদের ব্যাটিংয়ে তাকালে কজনকে দেখে মনে হবে যে একটা বড় সেঞ্চুরি করতে পারবে? আমার মনে হয় না এ দলে জো রুট ছাড়া আর কেউ আছে অমন।’


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

লর্ডস টেস্টের চতুর্থ দিনে শেষেও খানকিটা কোণঠাসা ছিল ভারত। তবে পঞ্চম দিনের সকালের সূর্যের প্রতাপ বাড়তেই টেস্টে আধিপত্য বিস্তার করতে থাকে সফরকারীরা। শেষ পর্যন্ত জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামির ব্যাটিং এবং বোলারদের কল্যাণে ম্যাচ জিতে নেয় বিরাট কোহলি।


যদিও লর্ডসে ভারত জিতবে সেটা আগেই আঁচ করতে পেরেছিলেন শচীন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের সাবেক এই ব্যটিং কিংবদন্তি জানিয়েছেন, টসের পর তাঁর বন্ধুকে মেসেজ দিয়ে বলেছিলেন আবহাওয়া ঠিক থাকলে লর্ডসে জিততে যাচ্ছে ভারত।


শচীন বলেন, ‘টস জিতে জো রুটের ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত অবাক করেছিল। আমার মনে হয়েছিল, আমাদের বোলিং আক্রমণ নিয়ে ইংল্যান্ড চিন্তিত বলেই এমন সিদ্ধান্ত। শুক্রবার (টেস্টের দ্বিতীয় দিন) সকাল আটটার দিকে এক বন্ধুকে মেসেজে জানিয়েছিলামও, আবহাওয়া ঠিকঠাক থাকলে এ ম্যাচটা জিততে চলেছি আমরা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball