বার্নস-সিবলিতে কাজ হচ্ছে না ইংল্যান্ডের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১৯ মে ২৫
ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ইংলিশদের বারবার হতাশ করেছেন দুই ওপেনার ররি বার্নস ও ডম সিবলি। যে কারণে দলীয় সংগ্রহ বাড়াতে বেশ ধুকতে হয়েছে স্বাগতিকদের। তাই সিরিজের বাকি তিন ম্যাচে বার্নস ও সিবলিকে দিয়ে ওপেনিং করানোর পক্ষে নন মাইকেল ভন।
বাকি ম্যাচগুলোতে ওপেনিংয়ে ডেভিড মালান ও হাসিব হামিদকে দেখতে চান বলে জানান ইংল্যান্ড দলের এই সাবেক অধিনায়ক। চলতি বছরে সাদা পোশাকে ওপেনিংয়ে নেমে মোট ১০ বার ডাক মেরেছেন বার্নস ও সিবলি। এই কারণেই টেস্টে ইংল্যান্ড টেস্টে ভালো করতে পারছে না বলে মনে করেন ভন।

ইংল্যান্ডের ওপেনিং পজিশনের এই দুরবস্থা কাটিয়ে উঠতে আরো অভিজ্ঞ ও চতুর কাউকে প্রয়োজন। ওপেনিংয়ে অভিজ্ঞ মালানকে খেলিয়ে ইংলিশরা উপকৃত হবে বলে মনে করেন তিনি।
তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার
১৭ ঘন্টা আগে
টেলিগ্রাফে এক কলামে ভন লিখেছেন, ‘আমি ওপেনিংয়ে ডেভিড মালানের মতো আরো অভিজ্ঞ কাউকে দেখতে চাই। এই বছরে ১০টি ডাক মারা বার্নস ও সিবলিকে নিয়ে ওপেনিংয়ে ভালো কিছু করতে পারবে না ইংল্যান্ড। তাদের দিয়ে শুরু করানো পাগলামির মতো। এই পদ্ধতি আসলেই কাজ করছে না।’
ভন আরও লিখেছেন, ‘এই বছরে তাদের জুটির ৩৭ শতাংশই দ্বিতীয় ওভারের বেশি পেরোতে পারেনি। আপনি এভাবে চালিয়ে যেতে পারবেন না, যেটা ইংল্যান্ডও জানে। আমি এই জায়গায় মালানের সঙ্গে হাসিব হামিদকে ওর স্বভাগত জায়গাটি দেব। ভারতের বিপক্ষে আরো ৩টি টেস্ট আছে, এরপরই সরাসরি অ্যাশেজ সিরিজের লড়াই।’
মূলত বেন স্টোকসের অনুপস্থিতি ইংল্যান্ডকে ভোগাচ্ছে বলে মনে করেন ভন। তাই এই মুহূর্তে ইংল্যান্ডের এমন কাউকে প্রয়োজন যে মাঠের পারফরম্যান্সে স্টোকসের ঘাটতি মেটাতে পারবে। নইলে পরবর্তী ম্যাচগুলোতে বেশিরভাগ চাপ আবারও অধিনায়ক জো রুটকেই নিতে হবে বলে সতর্ক করেন তিনি।
ভনের কথায়, ‘হেডিংলেতে শেষ অ্যাশেজে ইংল্যান্ডকে গর্ত থেকে টেনে তুলতে একজন গ্রেট ক্রিকেটার ছিল। ওরা ৬৭ রানে আউট হওয়ার পরও স্টোকস অন্যতম সেরা একটি ইনিংস খেলেছিল। সবাইকে উদ্যম ফেরানোর পাশাপাশি নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। জো রুটকেই আবার তেমনটা করতে হতে পারে। কিন্তু এমন শোচনীয় হারের পর তার উদ্যম কতটুকু নষ্ট হয়েছে সেটাও ভাবতে হবে।’