promotional_ad

ভারতের উদ্বেগের কারণ পান্ত!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম চলতি সিরিজে ব্যাট হাতে নামের প্রতি সুবিচার করতে পারেছেন না ঋষভ পান্ত। উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের রান খরার কারণে ভুগতে হচ্ছে ভারততেও। স্বাগতিকদের বিপক্ষে তৃতীয় টেস্টে তার ব্যাট থেকে এসেছে ২ ও ১ রান।


এমন পারফরম্যান্সের পর ভারতের চিন্তার কারণ হয়েছে দাঁড়িয়েছেন পান্ত। ক্রিকেটের জনপ্রিয় বিশ্লেষক আকাশ চোপড়া মনে করেন পান্তের এই রান না পাওয়াই ভারতের উদ্বেগের প্রধান কারণ। চতুর্থ টেস্টে পান্তের আগে রবীন্দ্র জাদেজাকে ব্যাটিংয়ে নামানোর পরামর্শ দিয়েছেন তিনি।


promotional_ad

এ প্রসঙ্গে আকাশ বলেন, ‘রাহুলের ফর্ম নিয়ে উদ্বেগ ছিল না। রোহিত, কোহলি ও পূজারা মোটামুটি রান পেয়েছে। রাহানে কিছু রান করতে পেরেছে কিন্তু সে আগের মতো সামঞ্জস্যপূর্ণ নয়। তবে কিন্তু আমার জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল ঋষভ পান্তের ব্যাটিং।’


আরো পড়ুন

তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার

১৮ ঘন্টা আগে
মাঠ ছাড়ার আগে হ্যারি ব্রুক ও অলি পোপ, ইসিবি

হেডিংলি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে চরম ব্যর্থ হয়েছেন ভারতের ব্যাটসম্যানরা। এর ফলে সিরিজের তৃতীয় এই টেস্টে ইনিংস ও ৭৬ রানে হেরেছে সফরকারীরা। নিজেদের প্রথম ইনিংসে ইংলিশ বোলারদের তোপের মুখে মাত্র ৭৮ রানে গুটিয়ে গিয়েছিল ভারত।


পরের ইনিংসে ২ উইকেটে ২৫২ রান তুলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছিল বিরাট কোহলির দল। এরপর আর ৬৩ রান তুলতেই বাকি উইকেটগুলো হারিয়ে ২৭৮ রানে গুটিয়ে গেছে বিরাট কোহলির দল। এই ম্যাচে ব্যর্থতার পরও পান্তের আরেকটি সুযোগ প্রাপ্য বলেই মনে করেন তিনি।


আকাশ বলেন, ‘যখন আমরা পাঁচ জন বোলার নিয়ে খেলছি, আমরা পান্তের কাছ থেকে রান আশা করি। আমরা জানি আমরা সাহাকে খেলাতে পারি না যখন আমাদের কাছে পান্তের মতো ভালো ব্যাটসম্যান আছে। পরবর্তী ম্যাচে, টিম ম্যানেজমেন্টের উচিত হবে পান্তের আগে জাদেজাকে ব্যাট করতে পাঠানো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball