promotional_ad

অশ্বিনের একাদশে না থাকার কারণ কোহলির সঙ্গে দ্বন্দ্ব!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার

১৭ ঘন্টা আগে
মাঠ ছাড়ার আগে হ্যারি ব্রুক ও অলি পোপ, ইসিবি

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে ভারত। ইংলিশদের বিপক্ষে ইতোমধ্যে সিরিজের চতুর্থ টেস্ট শুরু হলেও এই সফরে মূল একাদশে জায়গা পাননি রবিচন্দ্রন অশ্বিন। স্পিনের জন্য ভালো পরিবেশ থাকার পরও অশ্বিনের একাদশে সুযোগ না পাওয়ায় অধিনায়ক বিরাট কোহলির সমালোচনায় মেতেছেন অনেকে।


সাবেক ইংলিশ ক্রিকেটার নিক কম্পটন মনে করেন কোহলির সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ভারতের মূল একাদশে সুযোগ পাচ্ছেন নাহ অশ্বিন। না হলে বিশ্বের দ্বিতীয় সেরা টেস্ট বোলার হওয়া সত্ত্বেও অশ্বিনের সুযোগ না পাওয়ার কারণ দেখছেন না তিনি।


promotional_ad

এ প্রসঙ্গে এক টুইট বার্তায় কোহলির সঙ্গে অশ্বিনের ব্যক্তিগত দ্বন্দ্বের সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার। সেখানে তিনি লিখেছেন, 'কেউ কি আমাকে বোঝাতে পারবে কীভাবে কোহলির ব্যক্তিগত ঝামেলাকে দলের একাদশ নির্বাচনে অনুমতি দেওয়া হচ্ছে।'


যদিও চতুর্থ টেস্ট শুরুর আগে কোহলি জানিয়েছিলেন, ভারতের বেশিরভাগ বোলাররা উইকেট বরাবর বল করায় বাঁহাতি ব্যাটসম্যানদের জন্য জাদেজাই বেশি কার্যকরী। এ ছাড়া ব্যাট হাতে তুলনামূলক রান করতে পারায় জাদেজার পারফরম্যান্স দলের জন্য সামঞ্জস্য বলেও উল্লেখ করেছিলেন তিনি।


কোহলির এই যুক্তি পুরোপুরি ম্লান হয়ে যায় অশ্বিনের পুরো ক্যারিয়ারে শিকার করা উইকেটগুলোর দিকে দৃষ্টি ফেরালে। কেননা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশিবার বাঁহাতি ব্যাটসম্যানদের উইকেট তুলে নেওয়ার রেকর্ড অশ্বিন দখলেই। ক্রিকেটের লঙ্গার ভার্সনে এখন পর্যন্ত ২০০ বার বাহাতি ব্যাটসম্যানদের উইকেট তুলে নিয়েছেন তিনি।


এ দিকে ইংল্যান্ড সিরিজ শুরুর আগে বিগত দুই বছরে ১৩ টেস্ট খেলে ২৯টি উইকেট নিয়েছেন জাদেজা। ব্যাট হাতে তার স্ট্রাইক রেট ৬৯। আর এই সময়ের মধ্যে ১৪টি টেস্টে ৭১টি উইকেট নিজের ঝুলিতে তুলেছেন অশ্বিন। এই টেস্টগুলোতে ব্যাটিংয়ে স্ট্রাইক রেট রেখেছেন ৪৬, যা টেস্টের জন্য বেশ কার্যকরী। এমন পারফরম্যান্সের পরও অশ্বিনকে বসিয়ে জাদেজাকে সুযোগ দেওয়ায় কোহলির বিরুদ্ধে প্রশ্ন ওঠা যুক্তিযুক্তই বটে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball