promotional_ad

২০২৬ সালের পর বাংলাদেশকে টেস্টে দেখছেন না পিটারসেন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দিল্লির মেন্টর পিটারসেন

২৭ ফেব্রুয়ারি ২৫
প্রথমবারের মতো আইপিএলে কোচিং করাবেন কেভিন পিটারসেন

টেস্টের জনপ্রিয়তা বাড়াতে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দর্শকদের আগ্রহের কমতিতে জৌলুস হারাচ্ছে সাদা পোশাকের ক্রিকেট। আইসিসি যেখানে টেস্টের জনপ্রিয়তা বাড়াতে কাজ করছে সেখানে টেস্ট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কেভিন পিটারসেন। 


ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান দাবি করেন, ২০২৬ সালের দিকে গিয়ে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা কমে যাবে। পিটারসনের টেস্ট খেলুড়ে তালিকায় রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারত। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানও থাকতে পারে।


promotional_ad

সাবেক এই ইংলিশ ব্যাটসম্যানের টেস্ট খেলুড়ে দেশের তালিকায় নেই বাংলাদেশের। শুধু বাংলাদেশই নয়, তাঁর তালিকায় নেই শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও সদ্যই টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা নিউজিল্যান্ডের নাম। যদিও তালিকা দেয়াটা তাঁর কাছে দুঃখজনক বলে জানান তিনি।


আরো পড়ুন

এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত

১৯ মে ২৫
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত

এ প্রসঙ্গে এক টুইটে বলেন, ‘এটা খুবই টুইট করা খুবই দুঃখজনক। কিন্তু আমি মনে করি ধীরে ধীরে এটা ঘটছে। ২০২৬ সালে অল্প কয়েকটা টেস্ট খেলুড়ে দেশ থাকবে। ইংল্যান্ড, ভারত এবং অস্ট্রেলিয়া। হয়তো দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানও খেলবে।’


সর্বশেষ ৫ বছরে টেস্টের তুলনায় বেড়েছে টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা। গত বছরে যেখানে টেস্ট ম্যাচ হয়েছে ৪২৬টি সেখানে টি-টোয়েন্টি হয়েছে ১২২২ ম্যাচ। অর্থাৎ টেস্টের তুলনায় প্রায় তিনগুণ। এদিকে ওয়ানডে ম্যাচ হয়েছে ১০৮০টি।


গত পাঁচ বছরে সবচেয়ে বেশি ৬৪টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। যার মাঝে তারা ২৮ জয়ের সঙ্গে ২৬টিতে হেরেছে জো রুটের দল। বাকি ৯টি ড্র হয়েছে। এই সময়ের মাঝে ৫৬ টেস্ট খেলা ভারত জয় পেয়েছে ৩৪টি ম্যাচে। ১৪ হারের সঙ্গে ড্র হয়েছে সাতটি ম্যাচে। এদিকে অস্ট্রেলিয়া খেলেছে ৪৩টি টেস্ট। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball