promotional_ad

আফগানিস্তানকে বিশ্বকাপে দেখতে চান না পেইন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ

৭ মে ২৫
সেদিকউল্লাহ অটল ও হ্যারি ব্রুক

আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখলের পর দেশটির নারীদের ওপর ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলায় নিষেধাজ্ঞা জারি করেছে তালেবানরা। যদিও ছেলেদের ক্রিকেটে সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছে তারা। তালেবানদের পূর্ণ সমর্থন নিয়েই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন মোহাম্মদ নবি ও রশিদ খানরা।


আফগান নারীদের ক্রিকেট খেলতে নিষেধাজ্ঞা দেওয়ায় তাদের প্রতি মানবাধিকার ক্ষুন্ন হয়েছে বলে মনে করছেন টিম পেইন। এ কারণে দলটিকে আর বিশ্বকাপে দেখতে চান বলেও জানিয়েছেন তিনি। বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


promotional_ad

এ প্রসঙ্গে পেইন বলেন, ‘আমার মনে হয় না, আমরা এমন দেশের সঙ্গে সম্পৃক্ত হতে চাই, যারা আক্ষরিক অর্থেই তাদের জনসংখ্যার প্রায় অর্ধেকের সুযোগ ও অধিকার কেড়ে নেয়। এটা দুঃখজনক। এই ধরনের একটি দল কিভাবে আইসিসি অনুমোদিত টুর্নামেন্টে খেলতে পারে, এটা দেখাটা খুব, খুব কঠিন হতে যাচ্ছে।’


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

১৩ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্ট খেলার যোগ্যতা অর্জন করতে জাতীয় দলের পাশাপাশি নারী দলও থাকতে হবে দেশগুলোকে। সে হিসেবে আইসিসির নিয়ম বহির্ভূত পন্থা অবলম্বন করছে আফগানিস্তানের তালেবান সরকার। এ ছাড়া আফগান নারীদের প্রতি তারা যে বিদ্বেষমূলক আচরণ করছে তার প্রভাব বিশ্ব ক্রিকেটেও পড়বে বলে উল্লেখ করেন পেইন।


তিনি বলেন, ‘আইসিসির কাছ থেকে এখনও কিছু শুনিনি আমরা। বিমোহিত হয়ে যাওয়ার মতো ব্যাপার এটি, বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের যখন আর মাত্র এক মাসের একটুর ওপরে বাকি। আমি ধারণা করতে পারি, দলগুলি যদি তাদের বিপক্ষে খেলতে না চায় এবং বিভিন্ন দেশের সরকার তাদেরকে ভ্রমণ করতে না দেয়, তাহলে তাদের পক্ষে অসম্ভব (বিশ্বকাপে অংশ নেওয়া)।’


নারীদের ক্রিকেট নিষিদ্ধ করায় আফগানিস্তানের বিপক্ষে টেস্ট না খেলার হুশিয়ারি দিয়েছিল অস্ট্রেলিয়া। আইসিসি এখনো চুপ থাকায় তাদের দৃষ্টি আকর্ষণ করে পেইন বলেন, ‘ক্রিকেট বা এই ধরনের খেলা, যেখানে মেয়েদের উন্মুক্ত হওয়ার সুযোগ আছে, সে ধরনের খেলার অনুমতি নেই ইসলাম ও ইসলামিক আমিরাতে। ক্রিকেটে তারা এমন অবস্থার মুখোমুখি হতে পারে, যেখানে তাদের মুখ ও শরীর ঢাকা থাকবে না। ইসলামে মেয়েদের এভাবে দেখানোর সুযোগ নেই। এটা মিডিয়ার যুগ এবং তাদের ছবি ও ভিডিও থাকবে (ক্রিকেট খেললে), আর লোকে তা দেখবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball