promotional_ad

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দুর্বল দল নেই: ম্যাক্সওয়েল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাঞ্জাবে ম্যাক্সওয়েলের বদলি পেশাওয়ার জালমির ওয়েন

৪ মে ২৫
ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দুর্বল দল নেই, এমনটা মনে করছেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারের মতে, বেশিরভাগ দল শিরোপা প্রত্যাশী হওয়ায় সবগুলো ম্যাচই বেশ কঠিন হবে।


সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এই আসরে গ্রুপ-১ এ আছে অস্ট্রেলিয়া। একই গ্রুপে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাইপর্ব থেকে উঠে আসা যেকোনো দুই দল।


promotional_ad

ম্যাক্সওয়েল বলেন, 'বিশ্বকাপে কোনো দুর্বল দল নেই এবং আমরা সেটা জানি। নিজেদের দিনে আমরা যে কাউকে হারিয়ে দিতে পারি। দুটি গ্রুপই বেশ কঠিন। যদিও এটা কোনো বিষয় না। যেহেতু বিশ্বকাপে দুর্বল দল নেই, তাই সবগুলো ম্যাচই আমাদের জন্য কঠিন।'


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

১৩ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

একইসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার মূলমন্ত্রও বাতলে দিলেন ম্যাক্সওয়েল। বিধ্বংসী এই ব্যাটসম্যানের মতে, আসরের শুরু থেকেই জয়ের মধ্যে থাকলে এই শিরোপা জেতাটা সহজ হবে যে কোনো দলের। ফর্মে থাকা ব্যাটসম্যান বা বোলাররা সহজেই প্রেক্ষাপট বদলে দিতে পারবেন, বিশ্বাস ম্যাক্সওয়েলের।


তিনি আরও বলেন, 'এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে জিততে হলে আমাদের দ্রুত শুরু করতে হবে। যে দল আসরে ভালো সূচনা করতে পারবে, যে দলের অন্তত দুজন ক্রিকেটার শুরু থেকে ফর্মে থাকবে বা দুজন বোলার শুরুতেই উইকেট নিয়ে চাপে ফেলতে পারবে- সেই দলের শিরোপা জেতার সম্ভাবনা বেশি থাকবে।'


এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ক্রিকেটাররা সেখানকার কন্ডিশনে আগে থেকেই মানিয়ে নেয়ার সুযোগ পাবেন।


বিষয়টিকে ইতিবাচক ভাবে দেখছেন ৩২ বছর বয়সী ম্যাক্সওয়েল, 'সংযুক্ত আরব আমিরাতে সবার জন্যই সুযোগ থাকবে। কেউই সেখানে স্বাগতিক সুবিধা নিতে পারবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেখানে আইপিএল হবে, যেখানে আন্তর্জাতিক দলের অনেকেই খেলবে। সবাই সমান অবস্থান থেকে খেলা শুরু করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball